বাজে পারফরম্যান্সের দায়টা ঠিকই নিচ্ছেন বাটলার
বাজে পারফরম্যান্সের দায়টা ঠিকই নিচ্ছেন বাটলার

ইংল্যান্ডের ‘সেই একই পুরোনো গল্পে’ হতাশ অধিনায়ক বাটলার

বিশ্বকাপে ইংল্যান্ডের আরও একটি হার। ৬ ম্যাচের মধ্যে ৫টি হেরে খাদের কিনারে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। কাল ভারতের কাছে ১০০ রানের হারের পর হতাশ ইংল্যান্ড অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে বড় আক্ষেপ নিয়ে বলে গেছেন, ‘সেই একই পুরোনো গল্প।’

টসে জিতে ফিল্ডিং নিয়ে ভারতকে ২২৯ রানে আটকে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলাররা। লক্ষ্ণৌতে ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ ওভারের মধ্যে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে বাটলার বলেন, ‘খুবই হতাশার। ২৩০ রান তাড়া করতে হবে, ম্যাচের মাঝপথে আমরা নিজেদের জয়ী ভাবতে শুরু করেছিলাম। কিন্তু দেখা গেল সেই একই পুরোনো গল্প।’

ভারতের কাছে ১০০ রানে হেরেছে ইংল্যান্ড

ইংল্যান্ডের এমন অবস্থার জন্য বাটলার নিজেদের বাজে ব্যাটিংকেই দুষলেন, ‘আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। টুর্নামেন্টজুড়েই আমরা খুব ভালো বোলিং করেছি। আমরা ভালো কিছু উইকেট নিয়েছি। কিন্তু দিন শেষে আমরা খুব হতাশ।’

প্রথম পর্বে ইংল্যান্ডের আরও তিনটি ম্যাচ আছে। সেই তিন ম্যাচে তারা খেলবে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনালে উঠতে না পারলেও এই তিন ম্যাচ জিতে শেষটা ভালো করতে চাইবে ইংলিশরা। বাটলার মনে করেন, সেটা করতে হলে চাপকে জয় করে ব্যাটিংয়ে ভালো জুটি গড়তে হবে।

কিন্তু ভারতের বিপক্ষে ইংল্যান্ডের বোলাররা যেভাবে ভারতকে অল্প রানে আটকে দিয়েছেন, ব্যাটিংয়ের সময় চাপ বলতে কিছু ছিল না, বাটলারও মেনে নিলেন তা, ‘এটা আপনার দক্ষতার সঠিক প্রয়োগের ব্যাপার। ২৩০ রান তাড়া করা মানে স্কোরবোর্ডের চাপ নেই। আমরা পারিনি।’