এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন রিশাদ হোসেন
এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন রিশাদ হোসেন

প্রথম ম্যাচে বাঁহাতি স্পিনার–সংকটে বাংলাদেশ, নাজমুল বললেন রিশাদ আছে

আফগানিস্তান দল সর্বশেষ যে ওয়ানডে খেলেছে, তাতে প্রথম সাত ব্যাটসম্যানের পাঁচজনই ছিলেন ডানহাতি। বড় কোনো পরিবর্তন না হলে আজ শারজায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও একই ধরনের ব্যাটিং লাইনআপ দেখা যেতে পারে। প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটসম্যান বেশি থাকলে বাঁহাতি স্পিনারে ভরসা রাখে বাংলাদেশ। কিন্তু আজ কি ভরসা করার মতো কেউ আছে বাংলাদেশ দলে?

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার আছে একজনই—নাসুম আহমেদ। কিন্তু ভিসা জটিলতার কারণে আজ সকাল পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। এমন অবস্থায় বাংলাদেশের বোলিং আক্রমণ চ্যালেঞ্জের মুখে কি না, এমন প্রসঙ্গে অধিনায়ক নাজমুল হোসেনের নির্ভার জবাব, বাঁহাতি বোলার না থাকলেও রিশাদ হোসেন আছে।

২০২৩ সালের মার্চে টি-টোয়েন্টি অভিষেকের পর এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন রিশাদ। তবে গত ডিসেম্বরে অভিষেকের পর থেকে ওয়ানডের সংখ্যা মাত্র ৩। সেই তিন ম্যাচও আবার লেগ স্পিনার রিশাদের জন্য খুব ভালো যায়নি। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৬২ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। এ বছরের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রান দিয়ে নেন ১ উইকেট। এর মাঝে সুখস্মৃতি বলতে কিউইদের বিপক্ষে নেপিয়ার ম্যাচ। বাংলাদেশ দলের ৯ উইকেটে জেতা ম্যাচটিতে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন রিশাদ।

বাংলাদেশ–আফগানিস্তান সিরিজের ট্রফির সঙ্গে নাজমুল হোসেন

সব মিলিয়ে ৩ ওয়ানডেতে রিশাদের অর্জন ২১.২ ওভারে ১১৭ রান দিয়ে ১ উইকেট, যা ২৭ টি-টোয়েন্টিতে ৩২ উইকেটের বিপরীত চিত্রই বলছে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল অবশ্য রিশাদের টি-টোয়েন্টি সাফল্য ওয়ানডেতেও অনূদিত হবে বলে আশা করছেন। প্রথম ওয়ানডেতে নাসুমের খেলা প্রায় অনিশ্চিত, সিরিজে নেই সাকিব আল হাসানও—এমন পরিস্থিতিতে ডানহাতিতে ভরা আফগান ব্যাটিং অর্ডারের বিপক্ষে বাঁহাতি স্পিনারের অভাব কীভাবে পূরণ হবে, এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের বাঁহাতি বোলার না থাকলেও রিশাদ আছে। সে টি-টোয়েন্টিতে যেভাবে বোলিং করছে, সে ভালো একটা অপশন হবে।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিতে সাকিব খেলছেন না নিজের ইচ্ছায়। অসুস্থতার কারণে যেতে পারেননি লিটন দাসও। আর সিরিজ শুরুর আগে নাসুম ও নাহিদ রানার ভিসা জটিলতার বিষয়টি তো আছেই। এমন এক প্রেক্ষাপটে সিরিজ খেলতে নামা নিয়ে অধিনায়ক নাজমুল বাস্তবে পা রাখতে চাইছেন, ‘সব ঠিকভাবে চললে দলের জন্য ভালো হতো। কিন্তু এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের যে সামর্থ্য আছে, শক্তি আছে, সেটা কাজে লাগানোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু আজ বিকেল চারটায়।

দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ দুই টেস্ট সিরিজে টপ অর্ডার থেকে বড় রান পায়নি বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দিনে সংবাদ সম্মেলনে ওপরের দিকের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে কথা বলেছিলেন নাজমুল।

এবার ওয়ানডেতেও একই চাওয়া হলেও ব্যাটসম্যানদের উপভোগও করতে বলেছেন অধিনায়ক, ‘যেকোনো সংস্করণে শুরুটা গুরুত্বপূর্ণ। যাঁরা টপ অর্ডারে ব্যাট করে, তাঁরা চাপ নিয়ে খেলুন, সেটা চাই না। আমি চাই, তাঁরা উপভোগ করুন। সামর্থ্য অনুযায়ী দলের জন্যই খেলুন। ওয়ানডেতে আমরা অতীতে ভালো করেছি। হ্যাঁ, আফগানিস্তান অবশ্যই ভালো দল। তবে আমাদের যে দল আছে, শক্তি অনুসারে খেলতে পারলে অবশ্যই ভালো হবে।’

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু আজ বিকেল চারটায়।