ভারতীয় ইনিংসের শুরু থেকেই প্রশ্নটা উঠে গিয়েছিল। ইনিংস শেষে যা আরও জোরালো। এমন উইকেটে টসে জিতে কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল হোসেন?
ভারত ১৯৬ করার পরই তো এই ম্যাচ প্রায় শেষ। বাংলাদেশ টি-টোয়েন্টিতে কখনো ২০০ রান করেনি, তা নয়। তবে সেসবকে ব্যতিক্রম বলেই ধরে নেওয়া ভালো। প্রতিপক্ষ ১৮০-১৯০ রান করে ফেললেই বাংলাদেশের কাছে খেলাটা অচেনা লাগতে শুরু করে। এখানেও যেমন লেগেছে।
টসে জিতে ফিল্ডিং করার নাজমুলের সিদ্ধান্তের সঙ্গে সাকিব যে একমত নন, সেটি বুঝতে সমস্যা হলো না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। সেখানে তাঁকে যখন প্রশ্ন করা হলো, এখন মনে হচ্ছে কি না, প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো, সাকিব বললেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে)…ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’
দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনি, ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব কটিই খেলেছেন। কিছুদিন আগেও ছিলেন অধিনায়ক। টসে জিতলে কী করা হবে, তাঁর কোনো মতামত কি নেওয়া হয়েছিল? নেওয়া হয়নি বলে জানালেন সাকিব। সেটি অভিযোগের সুরে নয়। নিজেই ব্যাখ্যা করলেন, 'এসব সিদ্ধান্ত অধিনায়ক ও কোচ মিলেই নেয়। ভালো হলে তাঁরা কৃতিত্ব পান, খারাপ হলে সমালোচনা। এটাই নিয়ম।' এরপর হেসে বললেন, ‘প্রথম দুই ওভারে যখন উইকেট পড়েনি, তখন হয়তো সবার মনে হয়েছে, আগে ব্যাটিং করলেই ভালো হতো। আবার প্রথম দুই ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো।’
ভারতের মতো দলের বিপক্ষে নতুন বলে দুই প্রান্তেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। এক প্রান্তে ছিলেন সাকিবই। যাঁর প্রথম ওভারে এসেছে ১৫ রান। রোহিত শর্মাকে আউট করার আগে সেই ওভারের প্রথম তিন বলেও একটি চার ও একটি ছয় খেয়েছেন। প্রথম ৯ বলে দিয়েছেন মোট ২৫ রান। দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করার ধারণাটাও সাকিবের পছন্দ হয়নি, তা বোঝা গেল পরিষ্কার। ‘আমার জন্য এটা ব্যাখ্যা করা কঠিন’ বলে শুরু করলেও এরপরই বললেন, ‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমার মনে হয়, ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা সহজ। কারণ নতুন বলে সব দলই দ্রুত রান করতে চায়। বল পুরোনো হয়ে গেলে তখন রান করা একটু কঠিন হয়ে যায়।’