বিপিএলের দল দুর্দান্ত ঢাকার সহকারী অধিনায়ক তাসকিন। আজ অনুশীলনে
বিপিএলের দল দুর্দান্ত ঢাকার সহকারী অধিনায়ক তাসকিন। আজ অনুশীলনে

‘কেন না’, জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে তাসকিন

চোটটা তাসকিন আহমেদকে ভোগাচ্ছিল ওয়ানডে বিশ্বকাপ থেকেই। পুরোপুরি সুস্থ হতে তাঁকে তিন মাস বিশ্রাম নিতে হতো। গত নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ছিলেন না, ফলে সে বিশ্রামটা পেয়েছেন জাতীয় দলের এই পেসার। আগামীকাল শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসর দিয়ে খেলায় ফিরবেন তিনি।

কেন না। সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একসময়।
তাসকিন আহমেদ

নতুন দল দুর্দান্ত ঢাকার সহকারী অধিনায়কের দায়িত্ব তাসকিনের। বিপিএল দলের সহ-অধিনায়কত্ব যেহেতু করছেন, ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেন তাসকিন। আজ ঢাকার অনুশীলন শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তাসকিন বললেন, ‘কেন না। সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একসময়।’

আপাতত তাসকিনের মনযোগ বিপিএলে। এখানে নিজের অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগাভাগি করতে চান ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তাসকিন, ‘আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে, আমি সব সময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করব। যাতে আমাদের দলটা উপকৃত হয়।’

দুর্দান্ত ঢাকার অনুশীলনে তাসকিন

কাগজে–কলমে শক্তিশালী না হলেও ঢাকাকে নিয়ে তাসকিন আশাবাদী, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার (খালেদ মাহমুদ, কোচ) আছেন, মোসাদ্দেক (হোসেন, অধিনায়ক) আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, সঠিক সময়ে সবাইকে পাওয়া যাবে না। যে দলটা আছে, এটাই যদি গুছিয়ে, একত্র হয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে।’

বিপিএলে ভালো করতে হলে প্রত্যাশার চাপের সঙ্গেও মানিয়ে নিতে হয়। সেটিও মনে করিয়ে দিলেন তাসকিন, ‘একই খেলা। শুধু নামটা বিপিএল। সব সময় চাপ থাকে খেলার মধ্যে। এখানে নিজের যে শক্তির জায়গা আছে, সেটা যদি কার্যকর করতে পারি… দিনের শেষে আসলে ফলাফলটাই গণ্য হবে। মৌলিক দিকগুলো ঠিক রেখে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি, সেটাই আসল। আমার পারফরম্যান্সটাও যেন দলের জন্য কার্যকরী হয়, সে চেষ্টা থাকবে।’