বিপিএলের একাদশ আজ শুরু হচ্ছে আজ
বিপিএলের একাদশ আজ শুরু হচ্ছে আজ

বিপিএল শুরুর আগেই সূচিতে বদল

বিপিএল হবে আর সূচিতে পরিবর্তন আসবে না, তা কি হয়!

অতীতে বিপিএলের প্রায় সব আসরেই খেলা শুরুর সময় পাল্টিয়েছে বিসিবি। কখনো কুয়াশার কারণে, কখনো অন্য কোনো কারণে। তবে সেই ঘোষণা এসেছে টুর্নামেন্ট শুরুর পর। কিন্তু এবার বল মাঠে গড়ানোর আগেই সূচিতে বদল আনতে হলো বিসিবিকে।

আজ বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী দিনের খেলা দুটি যথাসময়েই শুরু হবে। তবে মঙ্গলবার বছরের শেষ দিনের ম্যাচ দুটি শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই দিন খুলনা টাইগার্স–চিটাগং কিংস ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১২টায় শুরু হবে। রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়, আগের সূচিতে যা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। 

ঢাকা মহানগর পুলিশের নির্দেশনায় বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে সেদিনের ম্যাচ দুটির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।

জুলাই অভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামীকাল মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ নেবেন।

বছরের শেষ দিনে রাজধানীর সড়কগুলোতে যানজট বাড়তে পারে বলে ধারণা ঢাকা মহানগর পুলিশের

এমন আয়োজনের দিনে রাজধানীতে যানজট এড়াতেই হয়তো বিপিএলের সূচি এগিয়ে আনা হয়েছে। তা ছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ‍্যে এমনিতেও বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকে।