বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন

৫ দিন আগেই পাকিস্তান যাচ্ছেন নাজমুলরা

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই সূচি। নতুন সূচি অনুযায়ী  ১২ আগস্ট পাকিস্তানের বিমান ধরবেন নাজমুলরা। আগামীকাল রোববার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। বিসিবির এক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের  ক্রিকেটাররা গত কয়েক দিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন। কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল-বন্দী। নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তাঁরা।

ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন শেরেবাংলা স্টেডিয়ামে

তাই বাংলাদেশ দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিসিবি সে সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তান যাচ্ছে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ ‘এ’ দলও এখন পাকিস্তান সফর করছে। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য এর মধ্যেই পাকিস্তানে পৌঁছেছে মুশফিক-মুমিনুলদের নিয়ে গড়া ‘এ’ দল।