কুমার সাঙ্গাকারা মনে করছেন সম্ভব, সম্ভব বলছেন ডেভিড লয়েডও। শচীন টেন্ডুলকারের দখলে থাকা টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা জো রুট যে নিজের করে নিতে পারেবেন, সে বিষয়ে আশাবাদী মাইকেল ভনও। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করছেন, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রুটকে সবচেয়ে বেশি রানের মালিক থাকতে দেবে না।
২০১৩ সালে অবসর নেওয়া টেন্ডুলকার ২০০ টেস্ট খেলে ৫৩.৭৮ গড়ে করেছেন ১৫ হাজার ৯২১ রান। আর ইংল্যান্ডের বর্তমান ব্যাটসম্যান রুট ১৪৫ টেস্টে ৫০.৯৩ গড়ে এখন পর্যন্ত করেছেন ১২ হাজার ৩৭৭ রান। টেস্টের সর্বোচ্চ রানের মালিক হতে রুটের দরকার আরও ৩৫৪৫ রান।
রুট ভারতীয় কিংবদন্তি টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নির্ভর করছে কয়েকটি বিষয় ঠিকঠাক চলার ওপর। এর মধ্যে চোটমুক্ত থাকা, ফর্মে থাকা, পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পাওয়া অন্যতম।
ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে রুট ও রেকর্ডের মাঝে চোটই মুখ্য ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন ভন, ‘তার এখন সাড়ে তিন হাজার রান দরকার। এখনো তিন বছর সময় আছে। যদি না ওর পিঠে সমস্যা হয় (রেকর্ড গড়া সম্ভব)। মনে হয় না সে অল্পতে ছেড়ে দেবে। এখন অধিনায়কত্বও করে না, নিজের ব্যাটিংটাও আগের চেয়ে ভালো বোঝে। সে রেকর্ডটা ভাঙতে না পারলেই বরং আমি অবাক হবো। সে দুর্দান্ত ক্রিকেট খেলছে।’
টেন্ডুলকার তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন ৪০ বছর ৬ মাস বয়সে। আর রুটের বয়স এখন ৩৩ বছর ৮ মাস। রুটের যে ক্যারিয়ার–গড়, সে তালে এগোলেও টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে লাগবে ৭০ ইনিংস বা ৩৫ টেস্ট। ভনের মতে, সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনাই আছে রুটের। তবে ইংল্যান্ডের ডানহাতি এ ব্যাটসম্যানের জন্য বিসিসিআই বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন ভন।
পডকাস্টে বিষয়টি তিনি তুলে ধরেন এভাবে, ‘সে যদি শচীনকে ছাড়িয়ে যেতে পারে, তা হবে টেস্ট ক্রিকেটে এযাবৎকালের সেরা ঘটনা। কারণ, বিসিসিআই কোনোমতেই ইংল্যান্ডের একজন ক্রিকেটারকে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে থাকতে দেবে না। তারা চাইবে ভারতের কেউ শীর্ষে থাকুক। আজীবনের জন্য অন্য কেউ যেন ছাড়িয়ে যেতে না পারে।’
এখনো খেলছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে রুটের পেছনে আছেন স্টিভ স্মিথ। যদিও অস্ট্রেলিয়ান ওপেনার এখনো দশ হাজার রানের ঘরেও ঢুকতে পারেননি (৯৬৮৫)। পরের জায়গাটিতে বিরাট কোহলি, যাঁর সংখ্যা ৮৮৪৮।