গত দুই বছর ধরেই ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপের বাইরে এ বছর বাংলাদেশ দলের পাকিস্তান সফরের আগে সেখানেও ‘এ’ দল সফর করেছে।
এর আগে অস্ট্রেলিয়ার ডারউইনে গিয়েছিল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ ‘এ’ দল। গত বছর এশিয়ান গেমসের বাইরে ঘরের মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২২ সালে ‘এ’ দল গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে।
গত তিন বছরের ধারাবাহিকতা আগামী বছরগুলোতেও ধরে রাখার ব্যবস্থা করে ফেলেছে বিসিবি। ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের ৭টি দ্বিপক্ষীয় সিরিজ এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এর বাইরেও বিভিন্ন বোর্ডের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যোগ হতে পারে আরও একটি–দুটি সিরিজ।
২০২৮ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, আগামী বছর দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবে ২টি চার দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ। সব ঠিক থাকলে সফরটি হতে পারে আগামী মে মাসে। আগামী বছরের আগস্টে বাংলাদেশের একটা দল অস্ট্রেলিয়ার ডারউইনে যাবে ৬টি টি-টোয়েন্টি খেলতে।
২০২৬ সালের মে মাসে ২টি চার দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ‘এ’ দল। একই বছরের আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দল খেলবে ২টি চার দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ।
২০২৭ সালে বাংলাদেশ ‘এ’ দল যাবে দক্ষিণ আফ্রিকায়, সেই সফরেও থাকবে ২টি চার দিনের ও ৩টি একদিনের ম্যাচ। একই বছর সমানসংখ্যক ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাবে ‘এ’ দল। ২০২৮ সালে তাদের একমাত্র সফরটি হবে শ্রীলঙ্কায়। সেই সফরেও থাকছে ২টি চার দিনের ও ৩টি একদিনের ম্যাচ।