এইডেন মার্করাম ইনিংসটা যদি ভারতে এসে খেলতেন!
টুইটারে এক আইপিএল-দর্শকের আক্ষেপ এটি। আজ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মার্করাম। ডানহাতি এ প্রোটিয়া আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। মার্করাম এমন দিনে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন, যে দিন তাঁর দল হায়দরাবাদ এক শ রান তুলতেই হাঁসফাঁস করেছে। রাজস্থানের ২০৩ রান তাড়া করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক ভুবনেশ্বর কুমারের দল আটকে গেছে ১৩১ রানে। হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে রাজস্থানের টুর্নামেন্ট শুরু হলো ৭২ রানের বড় জয় দিয়ে।
নিজেদের মাটিতে রাজস্থানের বিপক্ষে এই প্রথম হারল হায়দরাবাদ। এর আগে তিন বার মুখোমুখি হয়ে সব কটিতে জিতেছিল তারা।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে রান তাড়ায় একবারও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি হায়দরাবাদ। ওভার প্রতি দশের বেশি রান তোলার লক্ষ্য নিয়ে নেমে শুরুতেই ট্রেন্ট বোল্টের তোপে পড়ে তারা। নিউজিল্যান্ডের বাঁহাতি এই পেসার প্রথম ওভারেই তুলে নেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠিকে, নেন মেডেন।
বোল্টের তোপের পর হায়দরাদকে আরও চেপে ধরেন যুজবেন্দ্র চাহাল। ৩২ বছর বয়সী এই লেগস্পিনারের তুলে নেন হ্যারি ব্রুক আর মায়াঙ্ক আগরওয়ালকে।
মাত্র ৫২ রানে ৬ উইকেট হারানো হায়দরাবাদ যে এর পরও এক শ রান পার করতে পেরেছে, সেই অবদান ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আবদুস সামাদের ৩২ বলে ৩২ আর উমরান মালিকের ৮ বলে ১৯ রানের।
৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন চাহাল।
এর আগে রাজস্থান রয়্যালসকে বড় রানের ভিত্তি গড়ে তিন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
জস বাটলার আর যশস্বী জয়সোয়ালের উদ্বোধনী জুটি প্রথম ছয় ওভারেই তুলে ফেলে ৮৫ রান। মাত্র ২০ বলে ফিফটি তুলে নেন বাটলার। আইপিএলে তাঁর দ্রুততম ফিফটি ১৮ বলে, ২০১৮ সালে দিল্লির বিপক্ষে।
ফিফটির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৫৪ রান করে ফজলহক ফারুকীর বলে বোল্ড হন।
জয়সোয়াল থামেন ৩৭ বলে ৫৪ রান করে। তিনে নামা সঞ্জু স্যামসন খেলেন ৩২ বলে ৫৫ রানের ইনিংস।