আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেছেন সাকিব
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেছেন সাকিব

মোহামেডানের সাকিব ব্যাটিংয়ে ব্যর্থ

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলে গতকাল রাতেই ঢাকায় চলে এসেছিলেন সাকিব আল হাসান। আজ ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নেমেছেন মোহামেডানের হয়ে। অবনমনের শঙ্কায় থাকা মোহামেডানকে ব্যাট হাতে স্বস্তি দিতে পারলেন না সাকিবও।

শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ৯ বলে ৫ রান করে আউট হয়ে গেছেন। ভারতীয় অফস্পিনার পারভেজ রসুলের অফস্পিনে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন সাকিব। আউট হওয়ার পর বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের হতাশা ছিল স্পষ্ট। তাৎক্ষণিকভাবে ব্যাট মাটিতে ছুড়ে ফেলার ভঙ্গিমা করেন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট। এর আগের মোহামেডানের কোনো ম্যাচ নেই।

বিকেএসপির চার নম্বর মাঠে চলা মোহামেডান-শেখ জামাল ম্যাচটিতে আছেন আয়ারল্যান্ড সিরিজে খেলা মেহেদী হাসান মিরাজ আর রনি তালুকদার। এ দুজনও সাকিবের সঙ্গে আগের রাতে চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন। অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন রনি।

মৃত্যুঞ্জয় চৌধুরীর শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দেওয়ার আগে ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মোহামেডান উদ্বোধনী জুটিতে পায় ৭৯ রানের ভালো শুরু। তবে রনি আউট হওয়ার পর থিতু হতে পারেননি মিরাজ ও সাকিব। তিনে নামা মিরাজ ১২ বলে ৫ রান করে সাইফ হাসানের বলে কাভারে ক্যাচ দেন। এর পর সাকিব নেমে খেলতে পারেন মাত্র ৮ বল।

এই প্রতিবেদন লেখার সময় মোহামেডানের রান ৩৩ ওভারে ৩ উইকেটে ১৭৯। ইমরুল ৮৫ এবং মাহমুদউল্লাহ ৩৭ রানে ব্যাট করছিলেন।

এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান এখনো জয়হীন। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইমরুলের নেতৃত্বাধীন দল, একটি বৃষ্টিতে পণ্ড হয়েছে।