মাহমুদউল্লাহ কি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন?
‘হ্যাঁ’, ‘না’ ভোট হলে ‘না’ ভোটই বেশি পড়ার কথা। মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবি ও নির্বাচকদের অতি সাম্প্রতিক মনোভাবের কারণেই এমন সম্ভাবনার কথা বলা। কিন্তু ভোটারদের সারিতে যদি মাশরাফি বিন মুর্তজাকেও দাঁড় করিয়ে দেওয়া হয়, তিনি কিন্তু ‘হ্যাঁ’ ভোটও দিতে পারেন।
ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দল থেকে মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হলো ‘বিশ্রামে’র কথা বলে। সেই ‘বিশ্রাম’ আসলে আন্তর্জাতিক ওয়ানডে থেকে তাঁর বিদায়ের ঘণ্টাধ্বনিই বাজিয়ে দিল কি না, সেই প্রশ্ন তখনই উঠেছে। এরপর দেখা গেল মাহমুদউল্লাহ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও নেই এবং এ নিয়ে আর নতুন করে আলোচনাও হলো না। সবাই যেন ধরেই নিয়েছে ২০২৩ বিশ্বকাপের হিসাব-নিকাশে মাহমুদউল্লাহর না থাকাটাই স্বাভাবিক।
কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোখে মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের পর্দা এখানেই নামছে না। তিনি যেমন একদিকে বলছেন, নির্বাচকদের মাহমুদউল্লাহকে ‘বিশ্রামে’ রেখে অন্যদের দেখার নীতিটা ঠিক, তেমনই বলছেন, মাহমুদউল্লাহ সব সময়ই বিশ্বকাপের হিসেবে থাকবেন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘রিয়াদের (মাহমুদউল্লাহ) সুযোগ নেই, সেটা বলব না। আমরা সবাই জানি, সে কী করতে পারে। এখন কোনো একজন খেলোয়াড়কে যদি দেখতে চাওয়া হয়… দেখা গেল রিয়াদকে নিয়ে যাচ্ছে, সঙ্গে একজন ব্যাকআপ নিচ্ছে। কোনো কারণে যদি কেউ চোটে পড়ে, তাহলে যেন সমস্যা না হয়। ওইখানে কে ভালো করবে, এটা দেখা অন্যায় কিছু নয়।’
মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে তিনটি ফিফটি করেছেন মাহমুদউল্লাহ, যার শেষ দুটি আবার সর্বশেষ দুই ম্যাচে। মাশরাফিকে আশাবাদী করছে এটাই, ‘রিয়াদও রান করা শুরু করেছে। সে যদি ফর্মে চলে আসে, তাহলে অপশন তো আছেই। আমার মনে হয়, রিয়াদ সব সময় বিশ্বকাপের হিসাবে থাকবে।’
মাশরাফির কথায় এসেছে এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের উইকেট প্রসঙ্গও। উইকেটের প্রশংসা করে রূপগঞ্জ অধিনায়ক বলেছেন, ‘দারুণ উইকেট, বিসিবিকে ধন্যবাদ বিশেষ করে এই কারণে। এই ধরনের উইকেটে খেলে বোলারদেরও উন্নতি হবে। বোলাররা যখন মার খাবে, তখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করবে, ভিন্ন কিছু চেষ্টা করবে। যখন বাজে উইকেটে খেলা হবে, তখন আর শেখার কিছু থাকে না।’