শতকের পর পাতুম নিশাঙ্কা
শতকের পর পাতুম নিশাঙ্কা

ওয়ানডে সিরিজ

নিশাঙ্কার শতকে শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই আফগানিস্তান

এ নিয়ে টানা ৩ বছর শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলল আফগানিস্তান। ২০২২ সালেরটা সিরিজটা হয়েছিল ১–১–এ ড্র। গত বছর শ্রীলঙ্কা জিতেছিল ২–১ ব্যবধানে। তবে এবার শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না আফগানিস্তান।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেওয়া লঙ্কানরা আজ শেষ ম্যাচে আফগানদের একরকম উড়িয়ে দিল। তাতে আফগানদের প্রথমবার ধবলধোলাইও করল তারা।

পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৬৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। পাতুম নিশাঙ্কার শতকে শ্রীলঙ্কা লক্ষ্যটা ছুঁয়ে ফেলেছে ৭ উইকেট আর ৮৮ বল বাকি রেখে। সিরিজের প্রথম ম্যাচে এই নিশাঙ্কাই শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করেছিলেন। এক ম্যাচ পরেই পেলেন আরেকটি তিন অঙ্কের দেখা। ৩ ম্যাচে ১৭৩ গড়ে ৩৪৬ রান তুলে সিরিজ শেষ করলেন নিশাঙ্কা। ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরা পুরস্কারও উঠেছে ২৫ বছর বয়সী এই ওপেনারের হাতে।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন রহমত শাহ

নিয়মরক্ষার শেষ ওয়ানডেতে অবশ্য আফগানিস্তানকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪.৩ ওভারে দুজন তুলে ফেলেছিলেন ৩৯ রান। কিন্তু আভিস্কা ফার্নান্ডোর সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে ফিরতে হয় ইব্রাহিমকে।

রহমত শাহকে নিয়ে এরপর ভালোই এগোচ্ছিলেন গুরবাজ। তবে আড়াই বছর পর ওয়ানডে খেলতে নামা আকিলা ধনাঞ্জয়ার বলে ব্যক্তিগত ৪৮ রানে থাকতে বোল্ড হন এই ওপেনার। নিজের পরের ওভারে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকেও আউট করেন ধনাঞ্জয়া।

সফরকারীদের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা হয়েছে এরপরেই। চতুর্থ উইকেট জুটিতে ৫৮ রান যোগ করেন রহমত ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনই পান অর্ধশতকের দেখা।

শেষ দিকে ৩ উইকেট নিয়ে আফগানদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন প্রমোদ মাদুশান

রহমত ব্যক্তিগত ৬৫ রানে আউট হওয়ার পর ইকরাম আলীখিলকে নিয়ে বড় কিছুর আভাস দিচ্ছিলেন ওমরজাই। একপর্যায়ে ৩৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। অভিজ্ঞ মোহাম্মদ নবী তখনও ব্যাটিংয়ে নামার অপেক্ষায় থাকায় আফগানদের সংগ্রহ অনায়াসে ৩০০–এর গণ্ডি পেরিয়ে যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু প্রমোদ মাদুশান ও দুনিত ভেল্লালাগের দারুণ বোলিংয়ে সফরকারীদের ব্যাটিংয়ে ধস নামে। আর ৪৩ রান তুললেই শেষ ৬ উইকেট হারিয়ে বসে তারা।

লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও আভিস্কা। দুজন জুটিতে ওঠে ১৭৩ রান। আভিস্কা ৯১ রানে আউট হলেও নিশাঙ্কা শতক তুলে নেন। দুজনকেই ফেরান লেগ স্পিনার কায়েস আহমেদ। ৪০ রান করা কুশল মেন্ডিসের উইকেট নেন নবী। সাদিরা সামারাবিক্রমা ও চারিত আসালাঙ্কা বাকি কাজ শেষ করে মাঠ ছাড়েন।

ডাম্বুলায় আগামী শনিবার শুরু হবে দুই দলের টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৪৮.২ ওভারে ২৬৬

(রহমত ৬৫, ওমরজাই ৫৪, গুরবাজ ৪৮, ইকরাম ৩২, নবী ১৪, ইব্রাহিম ১৩, কায়েস ১১, ফরিদ ৫, শহীদি ৫, আশরাফ ৪, ফারুকি ০*; মাদুশান ৮.২–০–৪৫–৩, ভেল্লালাগে ১০–০–৩৮–২, আসিতা ৯–০–৪৪–২, ধনাঞ্জয়া ১০–০–৫৪–২, লিয়ানাগে ২–০–১১–০, আসালাঙ্কা ৩–০–১৭–০, মাদুশঙ্কা ৬–০–৫২–০।

শ্রীলঙ্কা : ৩৫.২ ওভারে ২৬৭/৩

(নিশাঙ্কা ১১৮, আভিস্কা ৯১, মেন্ডিস ৪০, সামারাবিক্রমা ৮*, আসালাঙ্কা ৭*; কায়েস ৭–০–৪৬–২, নবী ৯.২–০–৪৬–১, ওমরজাই ৪–০–২৯–০, ফরিদ ৪–০–৪৫–০, আশরাফ ৬–০–৪৭–০, ফারুকি ৫–০–৫৪–০)।

ফল : শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : পাতুম নিশাঙ্কা।

ম্যান অব দ্য সিরিজ : পাতুম নিশাঙ্কা।

সিরিজ : শ্রীলঙ্কা ৩–০ ব্যবধানে জয়ী।