শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে চোট থেকে ফিরেছেন। ছন্দে থাকা তাসকিন হুট করে জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়লে তাঁকে ঘিরে শঙ্কা ছিল। চোট থেকে ফিরেই কি বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করতে পারবেন এই পেসার—এমন প্রশ্ন ছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানে ২ উইকেট নিয়ে তাসকিন সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। ম্যাচ শেষে আইসিসিকে নিজেদের সফলতার রহস্য জানিয়েছেন তাসকিন।
তাসকিন এদিন নিজের স্পেলের প্রথম দুই বলেই বাউন্ডারি হজম করেন। তবে তৃতীয় বলেই তুলে নেন বাউন্ডারি মারা ব্যাটসম্যান কুশল মেন্ডিসের উইকেট। এই উইকেটই তাঁকে ছন্দে নিয়ে এসেছে বলে মনে করছেন তাসকিন, ‘প্রথম দুই বলে বাউন্ডারি হজমের পর কাজটা সহজ ছিল না। তবে আমার নিজের ওপর আস্থা ছিল। নিজের ওপর বিশ্বাস ছিল, আমার স্টক বলটা ভালো। আমার এর ওপর ভরসা আছে। মেন্ডিসের এই উইকেট আমাকে ছন্দ দিয়েছে।’
এবারের বিশ্বকাপে তাসকিনের বাড়তি একটি দায়িত্ব আছে। বিশ্বকাপ দলে তাসকিন বাংলাদেশের সহ-অধিনায়ক। যুক্তরাষ্ট্রে বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারার পর দলের মানসিক অবস্থা সংবাদমাধ্যমে তুলে ধরেছিলেন তাসকিন। তিনি বলেছিলেন, ‘এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম। তবে আমরা যদি জিততে পারি, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে।’
বাংলাদেশ সেই জয়টা পেয়েছে আজ। তাসকিন আজ আবারও বলেছেন, জয়টা জরুরি ছিল, ‘অনেক ভালো লাগছে। আমাদের জন্য জয়টা অনেক জরুরি ছিল। ২১ দিন পর মাঠে ফিরে ভালো লাগছে। আমি দারুণ বোলিং করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি।’
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১০ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।