সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা শুরুর আগে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য নিয়ে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ১০ বছরের জয়-খরা কাটাতে চান। স্কটল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন উঁকি দিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের কাছে শেষ পর্যন্ত ২১ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ নারী দল হেরেছে পরের ম্যাচেও । শারজায় নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা এই রান পেরিয়ে যায় ২ উইকেট হারিয়ে, ৪৩ বল হাতে রেখে। এই হারে সেমিফাইনালে ওঠার সমীকরণটা কঠিন হয়ে গেল নিগারদের।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পরেও রান তোলার গতি খুব একটা কমেনি তাদের। ওপেনার হেইলি ম্যাথুজের ২২ বলে ৬ চারে ৩৪ , তিনে নামা শেমাইন ক্যাম্পবেলের ১৬ বলে ২১ ও ডিয়ান্ড্রা ডটিনের ৭ বলে অপরাজিত ১৯ রানের ইনিংসে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের নাহিদা আক্তার ও মারুফা আক্তার ১টি করে উইকেট নেন।
শারজায় আজকের ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ সালে সিলেটে ৩৬, ২০১৬ সালে চেন্নাইয়ে ৪৯ আর ২০১৮ সালে প্রভিডেন্সে ৬০ রানে হেরেছিল বাংলাদেশ। ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে আজ জয়ের আশা নিয়েই নেমেছিল। নিগার সুলতানারা স্বপ্ন দেখছিলেন এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের নারী দলের নড়বড়ে অবস্থার কারণে।
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য ৬ উইকেটে জিতেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের স্বরূপটা ঠিকই দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ৩৩ রানে ২ উইকেট হারানোর হারায় বাংলাদেশ। এরপর নিগারের একার লড়াইয়ে ১০০ রান পার করতে পারে দল।। ২০তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৪ চারে ৪৪ বলে ৩৯ রান করেছেন নিগার। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার দিলারা আক্তারের। ১৮ বলে ২ চারে ১৯ রান করেছেন দিলারা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে তিন নম্বরে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারির কাছ থেকে। ২২ বলে ২ চারে এই রান করেছেন সোবহানা।
এই বিশ্বকাপেই বাংলাদেশ নারী দলের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা তাজ নেহারকে নিয়ে বড় আশা ছিল। কিন্তু স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হতাশ করেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৬ রানে জেতা ম্যাচে তাজ নেহার মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন। ইংল্যান্ডের কাছে ২১ রানে হারা ম্যাচে তিনি ২০ বলে ২ চারে ১৫ রান করে রানআউট হয়েছেন। আজ ফিরেছেন ৫ বলে ১ রান করে।
বাংলাদেশের যে ৭টি উইকেট পড়েছে, তার ৬টিই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার, একটি রানআউট। ৪ ওভারে ১৭ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার কারিশমা রামহারাক। লেগ স্পিনার আফি ফ্লেচার ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন অফ স্পিনার হেইলি ম্যাথুজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৩/৮ (দিলারা ১৯, সাথী ৯, সোবহানা ১৬, নিগার ৩৯, তাজ নেহার ১, স্বর্ণা ০, রিতু মনি ১০, ফাহিমা ২, রাবেয়া ১*, নাহিদা ২*; রামহারাক ৪/১৭, ফ্লেচার ২/২৫, ম্যাথুজ ১/১৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ১২.৫ ওভারে ১০৪/২ (ম্যাথুজ ৩৪, টেলর ২৭, ক্যাম্পবেল ২১, ডটিন ১৯*, হেনরি ২*; নাহিদা ১/২২, মারুফা ১/২০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কারিশমা রামহারাক।