হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিটন দাস। নিউজিল্যান্ডে তাঁর এমআরআই করানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আজ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে খেলছেন না তিনি।
নেপিয়ারে বাংলাদেশের ৫ উইকেটে জেতা প্রথম টি–টোয়েন্টিতে ক্যাচ নিতে গিয়ে ডান হাতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। তেমন সমস্যা না হলেও এক্স–রে করানো হয়েছিল এই ওপেনিং ব্যাটসম্যানরে। এক্স–রে রিপোর্ট থেকে জানা গেছে, সৌম্যর কোনো সমস্যা নেই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন সৌম্য।
লিটন না থাকায় সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টির একাদশে ঢুকেছেন শামীম হোসেন। বাঁহাতি এ অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), রনি তালুকদার, শামীম হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।