এবারের আইপিএলের সবচেয়ে কমবয়সী অধিনায়ক রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। আজ কমবয়সী সঞ্জুর সঙ্গে টস করেছেন সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আর এই ম্যাচেই নেতৃত্বের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএল ইতিহাসে ২০০ ম্যাচে অধিনায়কত্ব করা প্রথম অধিনায়ক ধোনি।
নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। এ দিন দু শতম ম্যাচে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় তাঁর হাতে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করার রেকর্ডটা অনেক আগে থেকেই ধোনির। আইপিএলের পাশাপাশি ভারত জাতীয় দল মিলিয়ে মোট ৩০৯টি টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্বে দিয়েছেন।
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখন পর্যন্ত কারও তিন শ ম্যাচ অধিনায়কত্ব করার রেকর্ড নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির। ২০২ ম্যাচ নিয়ে তিনে আছেন ভারতের রোহিত শর্মা।
মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেওয়া রোহিতের আইপিএল অধিনায়কত্বের অভিজ্ঞতা ১৪৬ ম্যাচের। আইপিএলে ধোনির পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চ ১৪০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি, যিনি এখন ভারত বা আইপিএল কোথাও নেতৃত্বে নেই।
আইপিএলে ধোনি অধিনায়কত্ব করেছেন এখন পর্যন্ত ২১৪টি ম্যাচে। এর মধ্যে ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসে। বর্তমানে বিলুপ্ত থাকা দলটিকে ২০১৬ আসরে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি।
চেন্নাই সুপার কিংসকে দুই শ ম্যাচ নেতৃত্ব দেওয়ার পথে জয়-হারের সাফল্যে অন্যদের চেয়ে এগিয়ে আছেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আইপিএলে এখন পর্যন্ত ১২৫ ম্যাচ জিতে ধোনির জয়ের হার ৫৮.৯৬ শতাংশ। যা দ্বিতীয় স্থানে থাকা রোহিতের (৫৬.১৬%) চেয়ে আড়াই শতাংশের বেশি।
তাঁর নেতৃত্বে খেলে এখন পর্যন্ত নয় বার আইপিএলের ফাইনাল খেলেছে চেন্নাই। এর মধ্যে শিরোপা জিতেছে ৪ বার।