এশিয়া কাপের সুপার ফোরে রোববার ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হয়েছে। এই টুর্নামেন্টে ফাইনাল ছাড়া এটাই একমাত্র ম্যাচ, যেখানে রিজার্ভ ডে (অতিরিক্ত একটি দিন) আছে। সুপার ফোরে খেলা চার দলের মধ্যে বিশেষ দুটি দলের প্রতি এমন পক্ষপাত দেখে খেপেছেন অনেকেই। গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে রিজার্ভ ডে নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান। এবার এ ধরনের সিদ্ধান্তকে নির্লজ্জ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি পেসার ভেঙ্কটেশ প্রসাদ।
গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার খবরটি প্রকাশ করে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো। তারা জানায়, এ দুটি ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হলেও ম্যাচের নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হবে। বৃষ্টি কিংবা অন্য কারণে রিজার্ভ ডেতে ম্যাচ নেওয়া হলেও ম্যাচের দৈর্ঘ্য একই থাকবে এবং নির্ধারিত দিনে ম্যাচ যেখানে অসমাপ্ত রাখা হয়েছিল, রিজার্ভ ডেতে খেলা সেখান থেকেই শুরু হবে।
এই খবর সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আলাদা আলাদা টুইটে (বর্তমান এক্স) জানায়, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্তটি নিয়েছে এসিসি। এরপরও অবশ্য প্রশমিত হয়নি ক্ষোভ। সমর্থকেরা তো বটেই, কোচ এবং সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন।
ভারতের সাবেক ফাস্ট বোলার প্রসাদ বলেছেন, ‘এটি যদি সত্যি হয়, তবে তা হবে চরম নির্লজ্জতা। আয়োজকেরা একটি তামাশা করেছে। আর দুটি দলের জন্য আলাদা নিয়ম তৈরি করে কোনো টুর্নামেন্ট করা অনৈতিক। বিচার বলতে কেবল প্রথম দিনই খেলা বাতিল করা হবে ন্যায্য। দ্বিতীয় দিন বৃষ্টি আরও জোরে হতে পারে এবং এই বাজে পরিকল্পনাও সফল হবে না।’
এর আগে গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি নিশ্চিত, অংশগ্রহণকারী ছয় দেশের প্রতিনিধি নিয়ে একটা টেকনিক্যাল কমিটি আছে। তাই তো কোনো কারণে এ সিদ্ধান্ত নিয়ে থাকবে। এটা ঠিক নয়। কারণ, আমরাও একটা অতিরিক্ত দিন চাইতে পারি। এ ছাড়া এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কারণ, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’