তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত। ফুটবল বিশ্বকাপের মাঝে এ দুটি সিরিজের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
এই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে দুই তারকাকে দলে রাখা হয়েছে। নিউজিল্যান্ডে ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া এবং ওয়ানডেতে সেই দায়িত্ব পালন করবেন শিখর ধাওয়ান।
বাংলাদেশ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোটে সর্বশেষ এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে এ অলরাউন্ডার। এ সফরের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার যশ দয়াল।
১৮ নভেম্বর সিরিজের প্রথম টি–টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে ভারত। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে শেষ ওয়ানডে খেলার পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে ভারতের ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে রোহিত–কোহলিদের বাংলাদেশ সফর। আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সফরের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর।
সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট। বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০১৫ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।