লঙ্কা প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়েছিল তাসকিন ও মোস্তাফিজের দল
লঙ্কা প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়েছিল তাসকিন ও মোস্তাফিজের দল

লঙ্কা প্রিমিয়ার লিগ

মুখোমুখি লড়াইয়ে রান খরচে উদার মোস্তাফিজ ও তাসকিন, জিতল মোস্তাফিজের দল

শ্রীলঙ্কায় মুখোমুখি বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দল। লঙ্কা প্রিমিয়ার লিগের সেই ম্যাচটা ভালো কাটেনি বাংলাদেশের দুই বোলারের একজনেরও। কলম্বো স্ট্রাইকার্সে খেলা তাসকিন ২ উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন ৪৫টি। অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের মোস্তাফিজ ৪ ওভারে ৫৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

তাসকিনের চেয়ে বেশি রান খরচ করলেও শেষ পর্যন্ত বড় জয়ই পেয়েছে মোস্তাফিজের ডাম্বুলা। কলম্বোর দেওয়া ১৮৬ রানের লক্ষ্য ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই  পেরিয়েছে দলটি। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ডাম্বুলা। অন্যদিকে সমান ম্যাচে কলম্বোর এটি দ্বিতীয় হার।

কলম্বো করেছিল ৬ উইকেটে ১৮৫ রান। ৩৬ বলে সর্বোচ্চ ৫২ রান নিউজিল্যান্ড ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের। এ ছাড়া আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২৮ বলে ৩৬, অ্যাঞ্জেলো পেরেরা ২৭ বলে ৪১ ও ইনিংসের শেষের দিকে চামিকা করুনারত্নে ১২ বলে করেন ২৭ রান।

নিজের প্রথম ২ ওভারে ১৬ রান দেওয়া মোস্তাফিজ ১৭তম ওভারে ফিরে রান দেন ১৭টি। সবচেয়ে খরুচে ২০ রানের পরের ওভারটিতে তিনটি ছক্কা খেয়েছেন এই বাঁহাতি পেসার।

মোস্তাফিজের ঠিক উল্টো অবস্থা ছিল তাসকিনের, দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ২১ রান খরচ করেন। ওভারটি শেষ করতে ১০টি বল করতে হয় তাসকিনকে। তাঁর করা ওই ওভারে চারটি ওয়াইড বল থেকেই এসেছে ১২ রান। প্রান্ত বদলে পঞ্চম ওভারে আবারও আক্রমণে ফিরে ১২ রান দেন এই ডানহাতি পেসার। ১৩ ওভারে নিজের তৃতীয় ওভারে ১০ রান দেওয়া তাসকিন ১৫তম ওভারে ৬ রান দিয়ে ফেরান রিজা হেনড্রিকস ও কুশল পেরেরাকে।

তবে তা যথেষ্ট হয়নি কলম্বোকে ম্যাচে ফেরাতে। হেনড্রিকস ও পেরেরা ততক্ষণে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছেন ১৫৪ রান। দক্ষিণ আফ্রিকান হেনড্রিকস ৩৯ বলে ৫৪ ও লঙ্কান ওপেনার পেরেরা ৫০ বলে করেন ৮০ রান। ১০ বলে ২৩ করে কিউই ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান বাকি কাজটা সমাধা করেন চটজলদিই।