ব্যবসায় শিক্ষার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
৩১ মে থেকে ৩ জুন যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত এইচবিএসের ক্যাম্পাসে ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নেবেন তাঁরা।
পাকিস্তানের জিও টিভি, সামা টিভির অনলাইন সংস্করণের খবর বলছে, এর আগে কোনো ক্রিকেটার হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেননি, বাবর-রিজওয়ানই প্রথম।
ক্রীড়াঙ্গনের খ্যাতিমান তারকাদের মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলার কাকা, স্পেনের জেরার্ড পিকে ও জার্মানির অলিভার কান, এনএফএলের ব্রান্ডন মার্শাল, এনবিএর ক্রিস বশ ও ডোয়াইন ওয়েডরা কোর্সটিতে অংশ নিয়েছিলেন।
এবার বাবর ও রিজওয়ানের সঙ্গে পাকিস্তানভিত্তিক ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সায়া করপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তালহা রেহমানিও অংশ নিচ্ছেন।
সায়া করপোরেশন বাবর-রিজওয়ানদের এজেন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে।
হার্ভার্ড বিজনেস স্কুলের কোর্সে অংশগ্রহণের বিষয়ে রিজওয়ান বলেন, ‘এ ধরনের মর্যাদাপূর্ণ বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা অপার সম্মানের ব্যাপার। আমরা হার্ভার্ডে যাচ্ছি বিশ্বসেরাদের সেরা শিক্ষকদের মাধ্যমে প্রোগ্রাম থেকে শিখতে। একই সঙ্গে আমার অভিযাত্রা এবং জানাশোনাটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে।’
সংবাদমাধ্যমে বাবরের মন্তব্য উদ্ধৃত করে লেখা হয়, ‘আমি আজীবনের শিক্ষার্থী। এ প্রোগ্রাম নিয়ে আমি প্রফেসর এলবার্সে ও রেহমানির সঙ্গে দীর্ঘ আলাপ করেছি। হার্ভার্ডের বিশ্বমানের প্রোগ্রামটিতে যোগদানের অনুপ্রেরণা হচ্ছে বিশ্বব্যাপী সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত হওয়া, অন্বেষণ করা, শোনা, শেখা, এবং ফিরিয়ে দেওয়া। আমি নিশ্চিত যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিনোদন, মিডিয়া ও ক্রীড়াঙ্গনের বিস্ময়কর ক্রীড়াবিদ এবং শীর্ষ ব্যবসায়িক নির্বাহীদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।’
ম্যাসাচুসেটসের হার্ভার্ড বিজনেস স্কুলে কোর্স শেষ করে ১৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বাবর ও রিজওয়ান।