টুর্নামেন্ট শুরুর আগে জানা গিয়েছিল, এবারের বিপিএলে বরিশালের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। কিন্তু প্রথম ম্যাচে তা হয়নি। বরিশালকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই সময় বরিশাল দল থেকে জানানো হয়েছিল, প্রতি ম্যাচের আগে তারা অধিনায়ক ঠিক করবে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। এখন থেকে বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
টুর্নামেন্ট শুরুর আগে প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা রানারআপ হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের ব্যাটিং নিয়ে কথা বলেছিলেন এবারের বিপিএলে মেহেদী হাসান মিরাজ। সেখানেও তিনি সাকিবকেই বরিশালের অধিনায়ক বলে উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ‘অধিনায়ক সাকিব ভাই যদি চান, তাহলে জাতীয় দলের মতো বরিশালের হয়েও ওপেন করব।’
কিন্তু বরিশালের প্রথম ম্যাচে দেখা গেল সাকিব নন, বরিশালের অধিনায়ক মিরাজ। সেই ম্যাচে ইনিংস ওপেন করেননি তিনি। সাকিবের অসাধরণ এক অর্ধশতকের পরও সেই ম্যাচে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরেছে বরিশাল।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বরিশাল। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই ম্যাচের আগে এক বিবৃতিতে বরিশাল লিখেছে, ‘সাকিব আল হাসান ফরচুন বরিশাল দলকে নেতৃত্ব দেবেন। অফিসিয়ালি তিনিই এই টুর্নামেন্টে দলের অধিনায়ক।’