সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন, ‘সবাই বলে বাবা হওয়ার পর আমার ভাগ্য বদলেছে’

সময়টা খুব ভালো যাচ্ছে নাজমুল হোসেনের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই তিনি ধারাবাহিকভাবে তিন সংস্করণের ক্রিকেটে রান করছেন। কদিন আগে নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মতো বাবা হলেন। কাল পেয়েছেন প্রথমবারের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগের ঘোষণা।  

বলা যায়, আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। আজ অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন নাজমুল। সেখানে নিজের প্রথম সন্তানকেই ভাগ্য বদলের কারণ বললেন নাজমুল।

স্ত্রী যখন সন্তানসম্ভবা ছিলেন, তাঁর সঙ্গে নাজমুল

ছেলের জন্মের পর এশিয়া কাপে দুটি ইনিংস খেলেছেন নাজমুল। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলেছেন ৮৯ রানের ইনিংস। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাজমুলের ব্যাট থেকে এসেছে ১০৪ রান। সেই ম্যাচেই চোটের কারণে ছিটকে পড়েন নাজমুল। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তিনি যখন আবার খেলায় ফিরছেন, তখন নাজমুল বাংলাদেশ দলের অধিনায়ক।

আজ সংবাদ সম্মেলনে এ ঘটনাপ্রবাহ মনে করিয়ে দিতেই নাজমুলের মুখে চওড়া হাসি দেখা গেল। এরপর উত্তরে বললেন, ‘আমার কাছে তো তাই মনে হচ্ছে (ছেলেই ভাগ্য বদলে দিয়েছে)। বিশেষ করে গত এক বছর, সবাই আমাকে বলেও, বিশেষ করে আমার পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয়। সে খুব ভাগ্যবান মনে হয়। অন্তত আমার জন্য।’

ভালো ছন্দে থাকা ক্রিকেটারদের জন্য সেটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ। নাজমুলও তা জানেন, ‘আলহামদুলিল্লাহ। বেশ উপভোগ করছি। বাবা হওয়ার পর বা আগে থেকে গত এক বছর খুব ভালো যাচ্ছে। এখন চেষ্টা থাকবে এই জিনিসটা ধরে রাখা।’