আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন অ্যারন ফিঞ্চ
আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন অ্যারন ফিঞ্চ

আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে

বিরাট কোহলির কথা আলাদা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তাঁর সম্পর্কটা গানের সেই লাইনের মতো—এ বাঁধন যাবে না ছিঁড়ে! কখনো আইপিএল জেতা হয়নি ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। কিন্তু তাই বলে প্রিয় দলকে ছেড়ে যাননি তিনি, দলও তাঁকে ছাড়েনি। সেই ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত বেঙ্গালুরুই কোহলির ঠিকানা।

তবে সবাই তো আর কোহলি নন। স্বেচ্ছায় বা বাধ্য হয়ে অনেকেই দল বদলেছেন। কেউ কেউ তো এতবার দল বদলেছেন, আইপিএলের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলা হয়ে গেছে তাঁদের। এ রকম একটা তালিকা করলে সবার ওপরের নামটা কার হবে?

যাঁদের জানা নেই উত্তরটা, তাঁরা জেনে নিন—ভদ্রলোকের নাম অ্যারন ফিঞ্চ। ২০০৯-১০ মৌসুমে ফিঞ্চের আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালস দিয়ে। ২০২২ সালে যখন আইপিএলে নিজের সর্বশেষ মৌসুমটা খেলেন ফিঞ্চ, তখন তিনি কলকাতা নাইট রাইডার্সে।

এর মাঝে ফিঞ্চ খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়নস, কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। সব মিলিয়ে ১১ মৌসুমে ফিঞ্চ খেলেছেন ৯টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দলের হয়ে খেলার রেকর্ডটাও ফিঞ্চেরই।

ফিঞ্চের পরেই আছেন ভারতের জয়দেব উনাদকাত

তালিকায় ফিঞ্চের পরের নামটা একটু অননুমেয় লাগতে পারে। সাবেক ভারতীয় পেসার জয়দেব উনাদকাত। ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা জয়দেব এবারও আছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন জয়দেব। এমনিতে আইপিএল ক্যারিয়ার খুব আহামরি নয় ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৮টি ওয়ানডে খেলা এই পেসারের। মূলত রিজার্ভ বোলার হিসেবে তাঁর চাহিদা।

তিন নম্বরের আছেন মনীশ পান্ডে। আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় তিনি। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পান্ডে সেই সেঞ্চুরি করেছিলেন ডেকান চার্জার্সের বিপক্ষে। একটা সময় তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব কাঙ্ক্ষিত ব্যাটসম্যান।

২০১৮ সালেও তাঁকে ১১ কোটি রুপিতে কিনেছিল সানরাইজার্স হায়দরবাদ। সব মিলিয়ে পান্ডে এখন পর্যন্ত খেলেছেন ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে।
এর বাইরে ৬টি করে ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা আছে যুবরাজ সিং, দীনেশ কার্তিক, বরুন অরুন, ঈশান্ত শর্মা, মুরুগান অশ্বিন ও ইরফান পাঠানের।