বেশি দিন আগের কথা নয়। ২০২১ সালের জানুয়ারিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ওয়ানডে অভিষেক। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই দুর্দান্ত বোলিং করে নিজের জাতটা চিনিয়েছিলেন হাসান মাহমুদ। ৬ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ক্যারিয়ারের সপ্তম ইনিংসে এসে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের পেসার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হাসানের দিনে ‘প্রথম’ ঘটনা আরও কয়েকটি আছে—
আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ৫ উইকেট নিয়ে হাসানের ওয়ানডে উইকেট এখন ১৩টি।
সিলেটে এই প্রথমবারের মতো কোনো পেসার ৫ উইকেট পেয়েছেন।
বাংলাদেশের নবম পেসার হিসেবে ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট পেলেন হাসান। এর আগে ৫ উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ, আফতাব আহমেদ, ফরহাদ রেজা, রুবেল হোসেন, জিয়াউর রহমান।
এই প্রথম ওয়ানডেতে এক ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছে বাংলাদেশের পেস বোলাররা।
ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ইনিংসে এসে প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ। তাসকিন ও মোস্তাফিজ ৫ উইকেট পেয়েছিলেন অভিষেক ম্যাচেই।