বাংলাদেশ–ভারত ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার
বাংলাদেশ–ভারত ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের জন্য হাহাকার

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা সকাল ৯টা থেকে। কিন্তু আজ ভোর থেকেই মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রিকেট-ভক্তরা। সময় যত গড়িয়েছে, লাইন তত লম্বা হয়েছে। বেড়েছে টিকিট সংগ্রহ করতে আসা মানুষের ভোগান্তিও। টিকিট না নিয়েই ফিরে যেতে হয়েছে অনেককে।

কাউন্টারে বিক্রির জন্য আজ ৭ হাজার টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু ৭ হাজার টিকিট শেষ হয়ে যায় বেলা সাড়ে ৩টার মধ্যেই। ৪টা ১৫ মিনিটে আবার গেট খুলে আরও কিছু টিকিট বিক্রি করা হয়। আগামীকাল ম্যাচের দিনও কাউন্টারে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবির সূত্র।

স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। উত্তর-দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি গ্যালারি ১০০০ টাকা ও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা করে।

টিকিট না পেয়ে ফিরে যেতে হয় অনেক দর্শককে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে তোলা ছবি।

ফুটবল বিশ্বকাপ চলার সময়ে বাংলাদেশ-ভারত সিরিজের টিকিটের এমন চাহিদা অবাক করার মতোই।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলছেন অন্য কথা, ‘বাংলাদেশ-ভারত ম্যাচে টিকিটের চাহিদা সব সময়ই সর্বোচ্চ পর্যায়ের থাকে। বিশ্বকাপ ফুটবলের কারণে আগ্রহটা একটু কম। তবু যা হচ্ছে, তা আমাদের প্রত্যাশামতোই হচ্ছে, সেটা টিকিট থেকে আয় হোক বা অন্যান্য স্পনসর থেকে।’

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের সময়ও বাংলাদেশ সফরে এসেছিল ভারত। দুই প্রতিবেশীর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি প্রায় ফাঁকা মাঠেই হয়েছে। ভারত অবশ্য সেই সিরিজে পূর্ণ শক্তির দল পাঠায়নি। এবার অবশ্য রোহিত-কোহলিদের নিয়ে পূর্ণ শক্তির দলই পাঠিয়েছে ভারত।

দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের স্মৃতি অবশ্য ভুলে যাওয়ার কথা নয় কারোরই। মিরপুরে ২০১৫ সালের সেই সিরিজে ভারতকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ হয়তো সে কারণেই।