রোহিত শর্মাকে আজ আউট করার পর মিরাজের উদ্‌যাপন
রোহিত শর্মাকে আজ আউট করার পর মিরাজের উদ্‌যাপন

শেষ দিনে সুযোগ দেখছে বাংলাদেশও

কানপুরে আজ চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই টেস্ট এখন যেখানে দাঁড়িয়ে, তাঁর কি মনে হয় এই ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ?

মিরাজের উত্তর জানানোর আগে কানপুর টেস্টের পরিস্থিতিটা আগে জানিয়ে রাখা যাক। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করার পর সেদিন দেড় সেশনের বেশি সময় ভেসে গেছে বৃষ্টিতে। মাঝের দুটি দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ চতুর্থ দিনে ৩৯.২ ওভার ব্যাট করে আরও ১২৬ রানে তুলে অলআউট হয় বাংলাদেশ। সেটি দ্বিতীয় সেশনের শুরুর দিকেই।

টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমরা এমন অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এ রকম যে আমরা ভালো করেছি। এখন আমাদের জন্য একটা সুযোগ আছে।
মেহেদী হাসান মিরাজ, চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে

ভারত এরপর নিজেদের প্রথম ইনিংসে টেস্ট ম্যাচটাকে ‘টি২০’ বানিয়ে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওভারপ্রতি রেকর্ড ৮.২২ করে রান তুলেছে স্বাগতিকেরা, সেটি যে টেস্টে ফল বের করার চেষ্টায়, তা না বললেও চলে।

টেস্টে হাতে আছে আর একটি দিন। মানে বৃষ্টি হানা না দিলে তিনটি সেশন। ১১ ওভারে ২ উইকেটে ২৬ রান তুলে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে ২৬ রানে। অর্থাৎ আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস কত দূর এগোয়, তার ওপরই আসলে এই টেস্টের ফল নির্ভর করছে।

বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২০ রান করেন মিরাজ

তিন সেশনের মধ্যে অন্তত দুটি সেশন কিংবা তার বেশি সময় ক্রিজে কাটিয়ে দিতে পারলেই বাংলাদেশের পক্ষে টেস্ট বাঁচানো সম্ভব। ভারত অল্প সময় এবং বড় লক্ষ্য পেলেও তারা যে জয়ের জন্যই ব্যাট করবে, সেটা নিয়ে সন্দেহ নেই। সে ক্ষেত্রে আজই ২ উইকেট হারিয়ে একটু ব্যাকফুটে থাকা বাংলাদেশ কি পারবে ম্যাচ বাঁচাতে?

মিরাজের উত্তর, ‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমরা এমন অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এ রকম যে আমরা ভালো করেছি। এখন আমাদের জন্য একটা সুযোগ আছে। উইকেটটা ভালো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।’

আমরা চেষ্টা করব, আমাদের ব্যাটসম্যান যাঁরা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি। আর একটি সিচুয়েশন (পরিস্থিতি) যখন ঘটে যাবে, তখন হয়তো আমরা জেতার জন্য খেলব।
মেহেদী হাসান মিরাজ, চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে

ভারত যেমন জেতার জন্য খেলছে, বাংলাদেশ দলও কি এমন কিছু ভেবেছে? বাংলাদেশের স্পিন অলরাউন্ডার বলেছেন, আপাতত দলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়াটাই জরুরি মনে করেন তিনি, ‘জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার। এক দিন সময় আছে। আমরা ব্যাটিং করে টার্গেট দেব, এরপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ।’

চতুর্থ দিনের শেষ সেশনে বাংলাদেশের ২টি উইকেট নিয়ে মানসিকভাবে এগিয়ে ভারত

আজ শেষ দিনে লম্বা সময় ব্যাট করাই বাংলাদেশের লক্ষ্য বলে জানান মিরাজ, ‘আমরা চেষ্টা করব, আমাদের ব্যাটসম্যান যাঁরা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি। আর একটি সিচুয়েশন (পরিস্থিতি) যখন ঘটে যাবে, তখন হয়তো আমরা জেতার জন্য খেলব। টেস্ট ক্রিকেটে যখন আপনি নিজেকে ভালো জায়গায় নিতে চাইবেন, তখন মৌলিক ব্যাপারগুলো ভালো করতে হবে। আমরাও ভালো খেলার জন্য আগে নিজেদের বিষয়গুলো ভাবছি।’