পাকিস্তানের সাদা বল ক্রিকেটের অধিনায়ক বাবর আজম ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
পাকিস্তানের সাদা বল ক্রিকেটের অধিনায়ক বাবর আজম ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

পিসিবিকে সার্কাস মনে হচ্ছে পাকিস্তানের সাবেক পেসারের

ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ সিরিজ পর্যন্ত কোনো সিরিজেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি পাকিস্তান।

তাদের এই খারাপ সময়ে কাটিয়ে ওঠার সিরিজ হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এই টেস্ট সিরিজের আগে পিসিবির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ আয়োজন মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক পেসার ইয়াসির আরাফাত।

বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর লাল বলের ক্রিকেট আরও বেশি খেলার কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে ইংল্যান্ড সিরিজের আগে সেই সুযোগ পাকিস্তান পাচ্ছে না।

কারণ, ১২ সেপ্টেম্বর শুরু হবে চ্যাম্পিয়নস কাপ। পাঁচ দলের এ টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৯ সেপ্টেম্বর। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আট দিন আগে। এ কারণে টেস্ট সিরিজের আগে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তকে সার্কাস বলেছেন ইয়াসির।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনকে দেওয়া এই সাক্ষাৎকারে ইয়াসির বলেছেন, ‘মাত্র সিরিজ শেষ হয়েছে। অনেকগুলো সমস্যা এখন চোখের সামনে। ফিটনেস ইস্যু আছে, টেকনিক্যাল ইস্যু আছে, পিচের ইস্যু আছে। এর মধ্যে আজকে শুনলাম জেসন গিলেস্পি ও হাই পারফরম্যান্স দলের কোচ অস্ট্রেলিয়ায় ফিরছেন।’

পাকিস্তানের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইয়াসির যোগ করেন, ‘সামনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। আপনি এখন ওয়ানডের জন্য ক্রিকেটার নিয়ে আসছেন, ওয়ানডে খেলাচ্ছেন। সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেছে, খেলোয়াড়েরা দেড় বছর প্রথম শ্রেণির ম্যাচ খেলে না। আর ইংল্যান্ডের মতো বড় সিরিজের আগে আপনি খেলোয়াড়দের ওয়ানডে খেলাচ্ছেন। এটা আমার কাছে সার্কাস মনে হচ্ছে। এখানে যারা কাজ করে, তাদের জোকার মনে হয়। তাদের সিদ্ধান্তগুলো মনে হয় কৌতুক।’

পাকিস্তানকে ধবলধোলাই করে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে হারের পর অনেকেই পিসিবির কঠোর সমালোচনা করেছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ দায়ী করেছিলেন সাবেক পিসিবিপ্রধান জাকা আশরাফকে। অনলাইনে ক্রিকেটবিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘কট বিহাইন্ড’-এ ৫৫ বছর বয়সী রশিদ লতিফ বলেছিলেন এভাবে, ‘আপনার (জাকা আশরাফ) বানানো পাকিস্তান দল ভেঙে পড়েছে। গত চার বছরে যাঁরা (বোর্ডের) চেয়ারম্যান হয়েছেন, তাঁরা সবাই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছেন।’

এ ছাড়া খেলোয়াড়দেরও সমালোচনার তিরে বিদ্ধ করছেন সাবেকেরা। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা যেমন বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ধবলধোলাই হওয়াকে তাঁর ভাষায় বলেছেন, ‘পাকিস্তানকে শুইয়ে দিয়েছে বাংলাদেশ।’ আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী গতকালের হারকে বলেছেন পাকিস্তান ক্রিকেটের ‘কালো দিন’।