জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড শুরু করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। এর আগে দুটি নামে দুই অসফল প্রচেষ্টার পর এবার বেশ আটঘাট বেঁধেই নামতে যাচ্ছে তারা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ছয়টি বড় শহরের নামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয়েছে। আর এই ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছেন আইপিএলেরই ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। ভারতীয় মালিকেরা ফ্র্যাঞ্চাইজিগুলো কেনার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু হয়। এর পরপরই অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, বাংলাদেশে বিপিএল, ওয়েস্ট ইন্ডিজে সিপিএল ও পাকিস্তানে সিপিএল নাম দিয়ে চালু হয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। তবে আইপিএল বাদে বিদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে ভারতীয় ক্রিকেটারদের ওপর। মূলত আইপিএলের বাণিজ্যিক মূল্য বজায় রাখার জন্যই বিসিসিআই এই নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে দ্য হিন্দু জানাচ্ছে, বিসিসিআই এখন সীমিত পরিসরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড অনেক দিন ধরেই বিসিসিআইয়ের কাছে বিদেশি টি-টোয়েন্টি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি প্রদানের অনুরোধ জানিয়ে আসছিল।
আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মালিকেরা দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে। এই ফ্র্যাঞ্চাইজিগুলো হলো জোহানেসবার্গ, কেপটাউন, পোর্ট এলিজাবেথ, প্রিটোরিয়া, পার্ল ও ডারবান।
চেন্নাই সুপার কিংসের মূল প্রতিষ্ঠান চেন্নাই সুপারকিংস স্পোর্টস লিমিটেড সবচেয়ে বেশি অর্থ দিয়ে কিনেছে জোহানেসবার্গ ফ্র্যাঞ্চাইজিটি। মুম্বাই ইন্ডিয়ানসের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনেছে কেপটাউন ফ্র্যাঞ্চাইজি। পোর্ট এলিজাবেথের দলটি কিনেছে সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান টিভি গ্রুপ। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়াও রাজস্থান রয়্যালসের মালিকেরা কিনেছে পার্ল ফ্র্যাঞ্চাইজিটি। প্রিটোরিয়ার দলটি কিনেছে দিল্লি ক্যাপিটালসের সহস্বত্বাধিকারী জিন্দাল গ্রুপের জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টস নামের প্রতিষ্ঠানটি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেই ভারতীয় ক্রিকেটাররা খেলতে পারেন। ভারতীয় মালিকেরা দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো কেনাতেই বিসিসিআই নিজেদের আগের অবস্থান থেকে সরে আসার কথা ভাবছে। এখনই হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মারা বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন না, তবে ক্যারিয়ারের শেষ দিকে থাকা ক্রিকেটার, এমনকি তরুণ ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলাতে আর বাধা থাকছে না বলেই জানা গেছে। আগামী দুই মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে।