মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান
মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান

সাকিবকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

সাকিব আল হাসান থাকবেন কি না, এ নিয়ে কৌতুহল ছিল। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দলটির সবাই বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সিরিজের দলে ছিলেন। তবে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ।

সাকিব ভারতে থাকতেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা তাঁর। রাজনৈতিক পট–পরিবর্তনের কারণে শুরুতে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত সাকিবের ইচ্ছা পূরণ হতে চলেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ অক্টোবর মিরপুরে। সিরিজটি খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। একই দিন ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সও। এর আগে গতকাল বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান, চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১ম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।