পাকিস্তান অধিনায়ক বাবর আজম
পাকিস্তান অধিনায়ক বাবর আজম

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর

বাবরকে সরাতে চাইছে পিসিবি

পাকিস্তান ক্রিকেটের অস্থিরতা কি আবার চরমে উঠতে যাচ্ছে? সাম্প্রতিক কর্মকাণ্ড যে তেমন ইঙ্গিতই দিচ্ছে। রমিজ রাজাকে সরিয়ে নাজাম শেঠি বোর্ড সভাপতি হিসেবে আসার পর থেকেই আসছে একের পর এক পরিবর্তন। বোর্ড সদস্য, নির্বাচকমণ্ডলী ও দলের কাঠামোতে পরিবর্তন আনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি এবার অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে।

বর্তমানে তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পালন করা বাবরকে নাকি দুটি সংস্করণ থেকে সরাতে যাচ্ছে পিসিবি। পাকিস্তান দলে অধিনায়ক পরিবর্তনের এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

তবে এই মুহূর্তে এ ধরনের কিছু করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। পাশাপাশি শান মাসুদকে ওয়ানডেতে সহ–অধিনায়ক করার সমালোচনাও করেছেন আকিব।

টেস্টে বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। শেষ আট ম্যাচের কোনোটিতেই জয় নেই। চারটি ড্রর বিপরীতে আছে চারটি হার। এমনকি নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেও কোনো জয় পায়নি পাকিস্তান। দলের এমন পারফরম্যান্সকে বিবেচনায় নিয়েই নাকি অধিনায়ক পরিবর্তনের কথা ভাবছে পিসিবি।

বাবর আজমকে সরিয়ে নতুন অধিনায়ক আনতে চাইছে পিসিবি

ধারণা করা হচ্ছে, ওয়ানডেতে সহ–অধিনায়কের দায়িত্ব পালন করা শান মাসুদকে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে অবশ্য তিন সংস্করণে আলাদা অধিনায়কের কথাও শোনা যাচ্ছিল। শুধু অধিনায়কের পদেই নয়, প্রধান কোচ ও বোলিং কোচের পদেও নাকি পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি।

তবে আকস্মিকভাবে অধিনায়ক পরিবর্তন করা মোটেই ঠিক হবে না বলে মনে করেন আকিব জাভেদ, ‘ভিন্ন সংস্করণে ভিন্ন অধিনায়ক নিয়োগ দেওয়ার এই পরামর্শ কে দিয়েছে, তা ভেবে আমি অবাক হচ্ছি। সরফরাজের ফিরে আসা ও ভালো পারফর্ম করা ভালো ব্যাপার। তবে ব্যাপারগুলো এভাবে হয় না। দুই টেস্ট না খেলতেই আপনি পুরো কাঠামোকে কাঁপিয়ে দিতে পারেন না।’

এ সময় শান মাসুদকে সহ–অধিনায়ক করার সিদ্ধান্তের সমালোচনা করে আকিব বলেছেন, ‘এটা হওয়া উচিত হয়নি। শাদাব খান সাদা বলের ক্রিকেটে সহ–অধিনায়ক। যদিও সে চোটে আছে, তবু শানকে সহ–অধিনায়ক ঘোষণা করা ঠিক হয়নি।’