লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশের (ডান থেকে) তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশের (ডান থেকে) তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়

এলপিএলে কী করতে চান তাসকিন–হৃদয়রা

আগামীকাল শুরু হবে পাঁচ দলের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

আইপিএলে নিয়মিত মোস্তাফিজ এবারই প্রথম এলপিএল খেলবেন। তাসকিন গত বছর জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্ট দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা শুরু করলেও এলপিএলে এবারই প্রথম খেলবেন। হৃদয় গত বছর এলপিএল খেলেছেন।

স্বাভাবিকভাবেই দেশের বাইরে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়ে খুশি তাসকিন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বিসিবিকে ধন্যবাদ দিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটি আরেকটি সুযোগ নিজের পারফরম্যান্সকে মেলে ধরার। সবাই আমার জন্য দোয়া করবেন। বিসিবিকে ধন্যবাদ সুযোগটি করে দেওয়ার জন্য।’

হৃদয় গত মৌসুমে ৬ ম্যাচে ৬ ইনিংসে ব্যাট করে ১৩৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১৫৫। এবারও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি, ‘গতবার ভালো করেছিলাম বলে ফ্র্যাঞ্চাইজি আমার ওপর আবার আস্থা রেখেছে। আমিও চেষ্টা করব নিজের পারফরম্যান্স দিয়েই ভালো কিছু করার।’

বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশের আরও অনেককেই আগামী এক মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি); কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

তাওহিদ হৃদয় গত বছর খেলেছেন জাফনা কিংসের হয়ে। এবার তাঁকে দেখা যাবে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে

একসঙ্গে বাংলাদেশ দলের এত ক্রিকেটারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাওয়াটাকে ইতিবাচকভাবেই দেখছেন হৃদয়, ‘এটা খুবই ভালো যে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছে। আগেও যেত, কিন্তু এখন অনেক ক্রিকেটার যাচ্ছে।’

এলপিএল চলবে ২১ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এমএলসি টি-টোয়েন্টি শুরু হবে আগামী ৫ জুলাই, চলবে ২৯ জুলাই পর্যন্ত। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ২৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট।