ভারত ও পাকিস্তানের বিপরীতমুখী অবস্থানের কারণে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আজও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। আজ আইসিসি বোর্ড মিটিংয়ে আগামী বছরের টুর্নামেন্টটির আয়োজন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে শুরুর আগেই বৈঠকটি স্থগিত হয়ে গেছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দুই দেশকে সমঝোতায় আসতে বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সূত্রের বরাতে পাকিস্তানের জিও টিভি অনলাইন জানিয়েছে, পিসিবি হাইব্রিড মডেলে সম্মতি দিতে যে শর্ত দিয়েছিল, বিসিসিআই সেটি প্রত্যাখ্যান করেছে। আর ভারতের ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পাকিস্তানকে হাইব্রিড মডেল মেনে নিতে বলেছে আইসিসি।
ভারত সরকার পাকিস্তানে ক্রিকেট দল পাঠাতে রাজি নয় জানিয়ে গত মাসেই আইসিসিকে চিঠি দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারত চায় চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে হোক। যা ‘হাইব্রিড মডেল’ হিসেবে পরিচিত। তবে ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে হাইব্রিড মডেল মানলেও এবার পিসিবি তা মানতে রাজি নয়। ‘পাকিস্তানই শুধু ভারতে যাবে, কিন্তু ভারত আসবে না’ মন্তব্য করে ‘হাইব্রিড মডেল’ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।
পরে অবশ্য নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসে হাইব্রিড মডেলে রাজি হয়েছে পাকিস্তান। তবে শর্ত হিসেবে লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের পাশাপাশি ভারতের সঙ্গে ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছে তারা। এই ফর্মুলায় ভারতের মতো পাকিস্তানও ভবিষ্যতে সে দেশে খেলতে যাবে না। তবে বিসিসিআই তাতে রাজি হয়নি বলেই আজকের আইসিসি বোর্ড মিটিং স্থগিত হয়ে গেছে।
জিও টিভির সূত্রটি জানিয়েছে, ৭ ডিসেম্বরের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত করতে আইসিসিকে চাপ দিচ্ছে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ পাকিস্তানের অবস্থানের বিরোধিতা করতে অন্য বোর্ডগুলোকে চাপ দিচ্ছেন।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ গত ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তবে দুবাইয়ে অবস্থিত আইসিসি কার্যালয়ে আজই প্রথমবার উপস্থিত হন। সেখানে তিনি আইসিসি বোর্ড পরিচালক ও স্টাফদের সঙ্গে দেখা করেন। এ–সংক্রান্ত একটি সচিত্র খবর ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। তবে ছবিতে পিসিবি–প্রধান নাকভিকে দেখা যায়নি।
প্রাথমিক সূচি অনুসারে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের তিন ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা।