বেয়ারস্টোর আউট নিয়ে উত্তাপ লর্ডসে
বেয়ারস্টোর আউট নিয়ে উত্তাপ লর্ডসে

অ্যাশেজ

বেয়ারস্টোর আউট নিয়ে লর্ডসে উত্তাপ

জনি বেয়ারস্টোর আউট বিতর্ক তৈরি করল লর্ডসে। এতটাই যে, লর্ডসের বিখ্যাত লং রুমে ইংলিশ দর্শকদের সঙ্গে বচসায় জড়ালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

আজ টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে বেন ডাকেট ৮৩ রানে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন বেয়ারস্টো। ব্যক্তিগত ১০ রানের মাথায় ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার ‘ডাক’ করে ক্রিজ থেকে বেরিয়ে যান ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কিন্তু বল কুড়িয়ে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল ছুড়ে ভেঙে দেন স্টাম্প। পুরো ব্যাপারটিই মাঠে বিভ্রান্তি তৈরি করে। বেয়ারস্টো মনে করেছিলেন বল ‘ডেড’ হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটাররা আউটের আবেদন জানান। তবে আউটের আবেদন নিয়ে অস্ট্রেলিয়ানরাও ছিলেন কিছুটা দ্বিধান্বিত। আম্পায়াররা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টেলিভিশন আম্পায়ারের সাহায্য চান। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, বেয়ারস্টোকে স্টাম্পিং করেছেন ক্যারি।

আউট হয়ে ফিরছেন বেয়ারস্টো

বেয়ারস্টো এ সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। তিনি মাঠ ছাড়তেও কিছুটা দেরি করেন। লর্ডসের গ্যালারি থেকে এ সময় দর্শকেরা দুয়ো দিয়ে এর প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় দর্শকেরা অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছিলেন। এমন অবস্থা চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে।

বেয়ারস্টোর পর ক্রিজে আসা স্টুয়ার্ট ব্রডও নিজের হতাশা প্রকাশ করেন। গার্ড নেওয়ার সময় অস্ট্রেলীয় উইকেটরক্ষক ক্যারির দিকে তাকিয়ে তিনি বলেন, ‘এসবের জন্যই তোমাদেরকে সবাই চিরদিন মনে রাখবে।’ স্টাম্প মাইক্রোফোনে ব্রডের এ কথা পরিষ্কার শোনা গেছে।

এভাবে অস্ট্রেলিয়ানরা আউট করতে পারে বিশ্বাসই হচ্ছিল না ইংলিশ ক্রিকেটারদের

ব্রড এখানেই থামেননি। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের দিকে তাকিয়ে বলেন, ‘এটা ক্রিকেট মাঠে আমার দেখা সবচেয়ে বাজে ঘটনা।’ এরপর ব্রডের সঙ্গে অস্ট্রেলিয়ার অন্য ফিল্ডারদেরও একাধিকবার তর্ক-বিতর্ক হয়। বল হয়ে যাওয়ার পর ক্রিজে ব্যাট রেখে তিনি অস্ট্রেলীয় দলকে ব্যঙ্গও করেছেন। ব্যাপারটা এমন ছিল যে বেয়ারস্টোর ‘ভুল’টা তিনি আর করছেন না।

বেয়ারস্টোর আউটের পর অস্ট্রেলীয় ক্রিকেটাররা জড়িয়েছেন বচসায়

লর্ডসের লং রুমকে ক্রিকেট দেখার জন্য সাধারণত খুবই মর্যাদাপূর্ণ স্থান হিসেবে দেখা হয়। সেখানে সাধারণত এমসিসির সদস্যরা বসে খেলা দেখেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলীয় ক্রিকেটাররা সেখানেও দর্শকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে দর্শকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে। ক্রিকেটের ‘স্পিরিট’ই ছিল সেই বচসার মূলে।

পরে এ ঘটনা নিয়ে বিবৃতিও দিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। তারা বলেছে, অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট লর্ডস টেস্টের পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির সময় মেম্বারস এরিয়াতে সংঘটিত ঘটনায় তদন্তের অনুরোধ জানিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি)। তাদের দাবি, অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যখন ওই জায়গা দিয়ে মধ্যাহ্নভোজের জন্য যাচ্ছিলেন তখন তারা ‘গালিগালাজের শিকার’ হয়েছেন। কাউকে কাউকে ‘ধাক্কা’ও দেওয়া হয়েছে।

আউট হয়ে ফেরার পর ব্যালকনিতে বেয়ারস্টো

লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট উত্তেজনাকর সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭১ রানের লক্ষ্য এ মুহূর্তে ব্যাটিং করছে ইংল্যান্ড। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই লড়ে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি ১৫২ রান করে এ প্রতিবেদন লেখার সময় অপরাজিত ছিলেন। জয়ের জন্য এখনো ৭৪ রান প্রয়োজন ইংলিশদের। হাতে উইকেট আছে ৪টি।