এবার বিসিবি এইচপিকে টপ এন্ডের সিরিজের ফাইনালে তুললেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ ২৯ রানের জুটি গড়েছিলেন এ দুজন।
দলের প্রয়োজনে আক্রমণাত্মক খেলেছেন মাহফুজুর, শামীম দিয়েছেন সঙ্গ। ডারউইনে আজ সেমিফাইনালে নর্দান টেরিটরির বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচেও দুজনে গড়েন ৪৯ রানের জুটি।
শামীম-মাহফুজুরের জুটিতেই ৭৭ রানে ৫ উইকেট হারানোর পরও ২০ ওভারে ১৩৮ রান তোলে এইচপি। এরপর রিপন মণ্ডল–রাকিবুল হাসানদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ১১৭ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটরি।
ফাইনালে ওঠার ম্যাচেও এইচপির টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে ভাবতে হচ্ছে। এদিন জিশান আলমের সঙ্গে ইনিংস ওপেন করেন পারভেজ হোসেন। তিন নম্বরে খেলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান। জিশান আউট হন ৪ রান করে, পারভেজ ২৩ বলে করেন মাত্র ১৭ রান।
তিন নম্বরে নেমেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ১১ বলে করেছেন ১৬ রান। ১৬ বলে ২২ রান করেছেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত শামীমের ৩৪ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসই বাংলাদেশকে পথ দেখিয়েছে। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ২০ বলে ২১ করা মাহফুজুর।
১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নর্দান টেরিটরির দুই ওপেনার জ্যাক ওয়েদার্লড ও ডার্চি শর্ট ৪১ রানের জুটি গড়েন। তবে শর্ট ও ওয়েদার্লড আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্দান টেরিটরি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৭ রানেই থামতে হয় তাদের। ৩৬ রানে ৩ উইকেট নেন রিপন। ১৫ রানে ২ উইকেট রাকিবুলের।
অন্য সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ রানে হেরেছে পাকিস্তান ‘এ’ দল। অ্যাডিলেডের ১৯৭ রানের জবাবে পাকিস্তান ‘এ’ করতে পারে ১৬৭ রান। ডারউইনে ফাইনাল আজ দুপুর সাড়ে ১২টায়, বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।