গতকাল বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। তবে আজ সে লড়াইয়ে খুব একটা শামিল হতে পারছেন না ব্যাটসম্যানরা। মিরপুরে তৃতীয় দিন প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৪ উইকেট। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ গেছে দ্বিতীয় ইনিংসে ১৬ রানে পিছিয়ে থেকে।
ভারত পেসাররা মুভমেন্টের দেখা পেয়েছেন, স্পিনাররাও করেছেন আঁটসাঁট বল। গতকাল প্রথম সেশনে ব্যাটিংয়ে চাপে থাকা দলটি আজ প্রথম সেশনে এগিয়ে গেছে অনেকটাই। ওপেনার জাকির হাসান অবশ্য অপরাজিত এখনো, ৩৭ রানে ব্যাটিং করছেন তিনি। তাঁর সঙ্গী লিটন দাস। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৬৪ রান।
সকালের শুরুটা ছিল ঘটনাবহুল, ওই সময়ে দ্বিতীয় ও তৃতীয় ওভারে ৫ বলের মধ্যে হয় তিনটি রিভিউ। অশ্বিনের বলে নাজমুলের বিপক্ষে ভারতের রিভিউ ব্যর্থ হয়, ঠিক পরের বলেই ব্যাকফুটে খেলতে গিয়ে ঠিকই এলবিডব্লু হন বাংলাদেশ ওপেনার। তিনিও রিভিউ করেন, তবে কাজে আসেনি তা। পরের ওভারে জাকিরের বিপক্ষে এলবিডব্লুর রিভিউ নেয় ভারত, সেটি পড়েছিল লেগ স্টাম্পের বাইরেই।
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা মুমিনুল টেকেননি বেশিক্ষণ। সিরাজকে চার মেরেছিলেন, ঠিক পরের বলেই আউটসাইড-এজড হন। ৯ বল খেলেই ফিরতে হয় তাঁকে।
সাকিবের ক্রিজে থাকা ছিল ঘটনাবহুল। অফ স্টাম্পের বাইরে ব্যাট চালিয়েছেন আলগাভাবে। উমেশকে দারুণ একটি কাভার ড্রাইভে চার মেরেছিলেন, তবে এরপর আর বাউন্ডারি পাননি। মাঝে জাকিরকে গিয়ে শান্ত করলেও নিজে হতে পারেননি যেন। জয়দেব উনাদকাটের ক্রিজে পড়ার পর থেমে যাওয়া বলে শরীর থেকে দূরে দাঁড়িয়ে জোরের ওপর পুশ করতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েন। প্রথম ইনিংসের পর আবারও বেশ আলগাভাবে নিজের উইকেট দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল ও আজ মিলিয়ে টানা ১৪ ওভারের স্পেল করা অশ্বিনের জায়গায় অবশেষে আসেন অক্ষর প্যাটেল। শুরুতে থেকেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তাঁর দ্বিতীয় ওভারে ব্যাকফুটে গিয়ে ভুল করেন মুশফিকও। আম্পায়ার ক্রিস ব্রাউনের দেওয়া এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন, তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, সেটি লাগত লেগ স্টাম্পেই।
জাকির ঠিক দৃঢ় ছিলেন, বলা যাবে না তা। দিনের দ্বিতীয় বলে সিরাজকে চার মেরে শুরু করেছিলেন, পরে উমেশ ও অশ্বিনকে ড্রাইভ করেছেন। তবে মাঝে অশ্বিনকে উচ্চাভিলাষী স্লগ সুইপ করার চেষ্টা করেছেন, সাকিবের পর মুশফিকের সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটে ভুল–বোঝাবুঝিও হয়েছে তাঁর। পরে উনাদকাটকে অবশ্য আপার কাটে মারেন একটি চার।
গতকাল আইপিএলে দল পাওয়া লিটন দাস নেমে বিপজ্জনকভাবে ছেড়েছিলেন অক্ষরের বল, তবে সেটিতে বিপদ হয়নি।