ফটো ফিচার

মেহেদীর দুই ব্যাট, ফন মিকেরেনের প্রণাম

এদিকে হায়দরাবাদে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ, ওদিকে ধর্মশালায় অনুশীলন ইংল্যান্ড ও বাংলাদেশের। বিশ্বকাপের পাওয়া নির্বাচিত ছবি-
যখন নেমেছিলেন, দ্রুত রান তোলার একটা প্রয়োজনীয়তা ছিল। সেটিই করতে গিয়ে এমন স্কুপের পথ বেছে নিয়েছিলেন টম ল্যাথাম।
দর্শকের উপস্থিতি এ বিশ্বকাপে এমনিতেই কম এখন পর্যন্ত। হায়দরাবাদে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচে অবশ্য গ্যালারি মাতাতে দেখা গেল এমন কজনকে
যস্মিন দেশে যদাচার! উইকেট পাওয়ার পর এমন প্রণামের ভঙ্গিতে ডাচ পেসার পল ফন মিকেরেন
নেদারল্যান্ডস একাধিক সুযোগ হারিয়েছে এ ম্যাচে। রোলফ ফন ডার মারওয়ে অবশ্য এ ক্যাচটি নিয়েছেন ভালোভাবেই
স্টাম্প বা বেলস নিজেদের জায়গায় নেই, বিক্রমজিত সিং-ও থাকতে পারেননি এরপর ক্রিজে
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ধর্মশালায় অনুশীলনে দুটি ব্যাট দেখা গেল মেহেদী হাসানের হাতে। কাল একাদশে দেখা যাবে অফ স্পিনিং এ অলরাউন্ডারকে?
জুতা খুলে হাতে নিয়ে হাঁটছেন বেন স্টোকস। অনুশীলনে ব্যাটিং, রানিং করেছেন ঠিকই, তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তাঁর না খেলার সম্ভাবনাই বেশি
উড়ছেন রুট! ক্যাচিং অনুশীলনে, ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে
ফুটবলের দিকে চোখ জস বাটলারের। নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার নিশ্চয়ই জয়ে চোখ রাখছেন ইংলিশ অধিনায়ক!