স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ
স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন আবারও নিলামে

স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন আবারও নিলামে উঠতে যাচ্ছে। অনেকের চোখে সর্বকালের সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যান এই ক্যাপটি পরে ১৯৪৭–৪৮ মৌসুমে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজ খেলেছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামসের মাধ্যমে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনটা আগামী সপ্তাহে নিলামে তোলা হবে। এটি বোনহামসের সিডনি কার্যালয়ে রাখা থাকবে, যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩ লাখ টাকা)।

যদি শেষ পর্যন্ত এই দামে বা এর কাছাকাছি দামে ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন বিক্রি হয়, সেটা কিন্তু ক্রিকেটের সবচেয়ে দামি স্মারক হবে না।

শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার সবচেয়ে দামি ক্রিকেট স্মারক

২০২০ সালের জানুয়ারিতে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (৭ কোটি ৩ লাখ টাকা) বিক্রি হওয়া প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিনটা এখনো সবচেয়ে দামি ক্রিকেট স্মারক। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন ওয়ার্ন।

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে দেশের মাটিতে নিজের শেষ সিরিজ খেলেন ব্র্র্যাডম্যান। সেই সিরিজে ১৭৮.৭৫ গড়ে করেন ৭১৫ রান। ৬ ইনিংসের একটিতে ডাবল সেঞ্চুরি, তিনটিতে সেঞ্চুরি ও একটি অপরাজিত ফিফটি করেন ব্র্যাডম্যান। সিরিজ শেষে তিনি ব্যাগি গ্রিনটা উপহার দেন ভারতীয় দলের ব্যবস্থাপক পঙ্কজ গুপ্তকে। গুপ্ত সেটা দিয়ে দেন দলের উইকেটকিপার, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া প্রবীর কুমার সেনকে, যিনি খোকন সেন নামে বেশি পরিচিত।

এভাবেই ব্র্যাডম্যানের ১৯৪৭-৪৮ মৌসুমের ব্যাগি গ্রিন এক হাত থেকে আরেক হাত ঘুরতে ঘুরতে ২০০৩ সালে প্রথমবারের মতো নিলামে ওঠে। সেই সময় এর দাম উঠেছিল ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বর্তমানে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা)। তখন থেকে এটি নিউ সাউথ ওয়েলসের বাওরালে ব্র্যাডম্যান জাদুঘরে ধারে নিয়ে রাখা আছে।

ব্যাডম্যানের ব্যাট ও ক্যাপ এর আগেও নিলামে তোলা হয়েছে

এর আগেও ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়েছিল। সেটি ছিল ১৯২৮ সালে তাঁর অভিষেক টেস্টের ক্যাপ। ২০২০ সালে ডিসেম্বরে সেটি ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে (৩ কোটি ৪৯ হাজার টাকা) কিনে নেন দেশটির ধনকুবের পিটার ফ্রিডম্যান।

ব্র্যাডম্যান তাঁর অভিষেক টেস্টের ক্যাপটি ১৯৫৯ সালে উপহার দিয়েছিলেন পারিবারিক বন্ধু পিটার ডানহামকে। আর্থিক প্রতারণার দায়ে ২০২০ সালের শুরুর দিকে ৮ বছরের কারাদণ্ড হয় ডানহামের।

ব্র্যাডম্যান জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা

এ ছাড়া ১৯৩৪ সালে অ্যাশেজ সিরিজে ব্র্যাডম্যান যে ব্যাট দিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, সেটি ২০২১ সালে ২ লাখ ৪৫ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (১ কোটি ৯০ লাখ টাকা) বিক্রি করা হয়। বর্তমানে সেটি ব্র্যাডম্যান জাদুঘরে রাখা আছে।