পাকিস্তানের ২ স্পিনার সাজিদ খান (বাঁয়ে) ও নোমান আলী। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০ উইকেট নিয়েছেন তাঁরা
পাকিস্তানের ২ স্পিনার সাজিদ খান (বাঁয়ে) ও নোমান আলী। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০ উইকেট নিয়েছেন তাঁরা

পাকিস্তানের এমন সাফল্যেও পিচ নিয়ে সমালোচনা শোয়েব আখতারের

মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাড়ে পাঁচ শর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হার। অমন হারের পর সমালোচনার তীব্র তির ছুটে গেছে পাকিস্তান ক্রিকেট দল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে। এরপর দলে কিছু রদবদল আর নিজেদের মতো করে পিচ বানিয়ে যেন মুহূর্তেই বদলে গেল পাকিস্তান দল!

পুরোপুরি স্পিনবান্ধব পিচ বানিয়ে মুলতানে দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জেতে পাকিস্তান। আর চলমান রাওয়ালপিন্ডি টেস্টেও জয়ের পথে তারা। মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২০ উইকেটের সব কটিই নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেটের ৯টি নিয়েছেন তাঁরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৩ উইকেটও তাঁদের দুজনের।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার

এমন ঘটনার পর পাকিস্তানের কৌশল নিয়ে সমালোচনা করেছেন দলটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। প্রথাগতভাবে রাওয়ালপিন্ডির পিচ ফাস্ট বোলারদের সহায়ক। কিন্তু এবার সেই পিচকে বড় ফ্যান দিয়ে শুকিয়ে স্পিন-সহায়ক করা হয়েছে। এসব নিয়েই আপত্তি পিন্ডি এক্সপ্রেস নামে পরিচিতি পাওয়া শোয়েব। তিনি পিসিবিকে ‘স্বার্থপর’ বলে আখ্যা দিয়েছেন।

টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে শোয়েব বলেছেন, ‘আপনি যখন কোনো জায়গায় সঠিক লোককে রাখবেন না এবং ভুল মনোভাব নিয়ে এগোবেন, তখন এমনটাই হবে।’ শোয়েব এরপর যোগ করেন, ‘এখান থেকে (এমন পিচের জয় নিয়ে) আমরা কী করব? ম্যাচ জয়ের জন্য এমন স্বার্থপর মনোভাব দেখিয়ে এই ধরনের স্পিনিং পিচ আমরা বানাতে পারি না।’