এশিয়া কাপে চোটে পড়ে ছিটকে যাওয়ার পরই আলোচনা হচ্ছিল, বিশ্বকাপে হয়তো খেলা হচ্ছে না নাসিম শাহর। আজ অনুমেয়ভাবে তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাসিমের জায়গায় পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক পেস বোলার হাসান আলী। বাদ পড়ে নাসিম এবং সুযোগ পেয়ে হাসান আলাদাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন। যেখানে একজন চোটের কারণে বাদ পড়ে নিজের কষ্টের অনুভূতি জানিয়েছেন, অন্যজন জানিয়েছেন সুযোগ পেয়ে আনন্দের কথা।
ফিট থাকলে বিশ্বকাপ দলে নাসিমের জায়গা পাওয়া নিয়ে কোনো সন্দেহই ছিল না। পাকিস্তানের তো বটেই, সময়ের অন্যতম সেরা বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় নাসিমকে। কিন্তু চোটে শেষ হয়ে গেল এই তরুণ ফাস্ট বোলারের বিশ্বকাপ। তাঁর না থাকার ঘোষণা দিতে গিয়ে আজ লাহোরে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার পর প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ‘নাসিম আমাদের প্রধান বোলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে তাকে পাওয়া যাচ্ছে না।’
এরপর নিজের না থাকা নিয়ে নাসিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় এবং আবেগাক্রান্ত হয়ে জানাচ্ছি, আমি অসাধারণ এই দলটির সঙ্গে প্রাণপ্রিয় দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি না। আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের তাঁদের সমর্থন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
নিজে খেলতে না পারলেও পাকিস্তানের সাফল্য কামনা করে নাসিম আরও বলেছেন, ‘যদিও দলের অংশ হতে না পেরে হতাশ। কিন্তু আমি বিশ্বাস করি, সবকিছু আল্লাহর হাতে এবং ইনশা আল্লাহ, আমি খুব শিগগির মাঠে ফিরে আসব। চলুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দারুণ এই দলটিকে সমর্থন করি। দেশকে গর্বিত করার সামর্থ্য তাদের আছে। পাকিস্তান জিন্দাবাদ।’
নাসিম ফিট থাকলে হাসান আলীকে হয়তো এই বিশ্বকাপটা দর্শক হিসেবেই উপভোগ করতে হতো। এখন অনেকটা আকস্মিকভাবেই সুযোগ পেলেন এই পেসার। তাঁকে দলে নেওয়া নিয়ে ইনজামাম বলেছেন, ‘চোটের কারণে আমাদের হাতে খুব অল্প বিকল্পই ছিল। হাসান আলী এলপিএলে ভালো বোলিং করেছে। তার অভিজ্ঞতা আছে এবং সে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের হয়ে বড় ইভেন্টে ভালো খেলেছে।’
এদিকে সুযোগ পাওয়ার পর হাসান আলী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারার অনুভূতি ভাষায় প্রকাশের অযোগ্য। ইনশা আল্লাহ, আমি পাকিস্তানের জন্য নিজের সর্বোচ্চটা দেব। দয়া করে আমাকে এবং আমাদের দলকে আপনার প্রার্থনায় রাখুন। আমার ভক্তদেরও অনেক ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য।’