প্রথম ইনিংসে ১২২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ 'এ' দল
প্রথম ইনিংসে ১২২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ 'এ' দল

নাটকীয় ধসে ১২২ রানেই শেষ মুশফিক-মুমিনুলদের ইনিংস

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বেশ কয়েকজনের জন্য ‘এ’ দলের এই সিরিজকে দেখা হচ্ছে প্রস্তুতি হিসেবে। তবে সেটির শুরুটা ভালো হলো না মুশফিকুর রহিম-মুমিনুল হকদের। পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে গেছে এনামুল হকের দল। ইনিংসে একমাত্র ফিফটি ওপেনার মাহমুদুল হাসানের, আর কেউ ১৪ রানের বেশিও করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে জবাবে ২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস।

ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হয় খেলা। তার আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল।

৬ রানেই প্রথম উইকেট হারায় তারা-মীর হামজার বলে বোল্ড হন জাকির হাসান। একপ্রান্তে মাহমুদুল টিকে ছিলেন, কিন্তু তাঁকে সে অর্থে কেউই সঙ্গ দিতে পারেননি। কোনো জুটিও বড় হয়নি তাই। অবশ্য একসময় ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’, সেখান থেকে ৩১ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় তারা।

বাংলাদেশ 'এ' দলের ইনিংসে একমাত্র ফিফটিটি করেন মাহমুদুল হাসান
পিসিবি

তিনে নামা অধিনায়ক এনামুল টিকে ছিলেন বেশ কিছুক্ষণ, খেলেন ৪৫ বল। তবে নাসিম শাহর প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। এনামুলের পর মুমিনুলকেও আউট করেন নাসিম, দুজনই উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেন।

এ ম্যাচে বাংলাদেশ খেলাচ্ছে মাত্র ছয়জন স্বীকৃত ব্যাটসম্যানকে, সাতে তাই আসতে হয় নাঈম হাসানকে। মিডল অর্ডারের পর লোয়ার মিডল অর্ডার পাকিস্তান শাহিনসের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। উমর আমিনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মাহমুদুল ৬৫ রান করেন ১১৬ বলে, মারেন ৯টি চার।

শাহিনসের হামজা ও নাসিম নেন ৩টি করে উইকেট, ১টি করে নেন মোহাম্মদ আলী ও উমর আমিন। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (মাহমুদুল ৬৫, মুশফিক ১৪, মুমিনুল ১১, রেজাউর ১০; নাসিম ৩/২৪, হামজা ৩/৩৩, রমিজ জুনিয়র ২/৪১)।
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০)।