ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চার স্পিনার দেখে চমকে উঠেছিলেন অনেকেই। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে ঠিক কী ভেবে ভারত এত স্পিনার নিচ্ছে, এ নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ভেবেচিন্তেই বেশি স্পিনার নেওয়া হয়েছে। তবে বিস্তারিত তিনি বলবেন না। কারণ, অন্য অধিনায়কেরা সেটা শুনে ফেলবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে আগেই, যে দলে স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। কাল মুম্বাইয়ে বিশ্বকাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিনার-আধিক্য নিয়ে প্রশ্ন ধেয়ে যায় রোহিতের দিকে। অধিনায়ক হিসেবে বেশি স্পিনার নিজেই চেয়েছিলেন জানিয়ে রোহিত বলেন, ‘আমিই চার স্পিনার চেয়েছিলাম। সেখানে (ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে) আমরা অনেক ম্যাচ খেলেছি। এখানে টেকনিক্যাল ব্যাপার আছে। চার স্পিনার নেওয়ার কারণ আছে, যেটা আমি এখন বলব না। আমি চার স্পিনার ও তিনজন পেসার চেয়েছি, হার্দিক চতুর্থ পেসার।’
বেশি স্পিনার নেওয়ার কারণ কেন বলবেন না, সেটা জানাতে গিয়ে নিজেদের কৌশল আগলে রাখার কথা বলেছেন রোহিত। তবে পাশাপাশি কিছু বিষয় তুলেও ধরেছেন, ‘বেশি স্পিনার নিয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। আমি নিশ্চিত, প্রতিপক্ষ অধিনায়কেরা সেটা শুনে ফেলবেন। স্পিনার বেশি নিয়েছি আমরা সেখানকার কন্ডিশন জানি বলে। সকালের ম্যাচ শুরু হয় ১০টা–সাড়ে ১০টায়। এখানে একটা টেকনিক্যাল দিক আছে। সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে প্রথম সংবাদ সম্মেলনে গিয়ে বলব। এখন বলব না।’
স্পিনার হিসেবে ভারতের বিশ্বকাপ দলে ঢোকার আলোচনায় ছিলেন দুই অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে সুন্দর সাম্প্রতিক সময়ে খুব একটা খেলেননি বলে আর অশ্বিনের চেয়ে অক্ষরের পারফরম্যান্স ভালো বলে তাঁকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারও উপস্থিত ছিলেন। রিংকু সিংকে বিশ্বকাপে না রাখার প্রশ্নে এই সাবেক ক্রিকেটার জানান, দল নির্বাচনের সময় সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল বাঁহাতি এ ব্যাটসম্যানকে বাদ দেওয়া, ‘এটা ওর দুর্ভাগ্য। ওর কোনো ভুল নেই। ১৫ জনের বেশি খেলোয়াড় আছে দলে থাকার মতো। দুর্দান্ত ফর্মে দুজন উইকেটকিপার নিয়েছি আমরা, একজন বাড়তি ব্যাটসম্যানকে বসেও থাকতে হবে। যে কারণে আমরা ভেবেছি বোলার বাড়িয়ে নিই। কারণ, সেখানে কেমন কন্ডিশন থাকবে, আমরা জানি না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৯ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ হিসেবে আরও আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১ জুন।