শেষ পর্যন্ত ধর্মশালা থেকে সরে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বোর্ডার–গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, ভেন্যু পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নতুন ভেন্যুর নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ইএসপিএন জানিয়েছে, রাজকোট অথবা ইন্দোরের যেকোনো একটি বেছে নেওয়া হতে পারে। শিগগিররই নতুন ভ্যেনুর নাম ঘোষণা করবে বিসিসিআই।
সম্প্রতি বিসিসিআইয়ের একটি পরিদর্শক দল ধর্মশালা পরিদর্শনে গিয়ে ভেন্যুটিকে পুরোপুরি প্রস্তুত দেখতে পায়নি। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সিরিজের তৃতীয় টেস্ট সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের মালিক হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে। বিসিসিআইয়ের পরিদর্শক দল গতকাল শনিবার মাঠ পরিদর্শনে গিয়ে মাঠের সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। মাঠের বেশ কয়েক জায়গা ঘাসহীনও দেখতে পেয়েছে তারা। গত বছর ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে। এরপর গত এক বছরে এখানে কোনো খেলা হয়নি।
উল্লেখ্য, ২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ জিতেছিল ধর্মশালা টেস্টে ৮ উইকেটে জিতেই। সেটি ছিল সিরিজের চতুর্থ টেস্ট।
গতকাল নাগপুরে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ভারত। ইনিংস ও ১৩২ রানে জিতে ভারত চার টেস্টের সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। ১৭ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা দিল্লিতে। চতুর্থ টেস্ট শুরু হবে ৯ মার্চ আহমেদাবাদে। তৃতীয় টেস্ট শুরুর তারিখ ১ মার্চ।