ভারত–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ইন্দোরের পিচে বল কখনো কখনো এমন গড়িয়েও গিয়েছে
ভারত–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ইন্দোরের পিচে বল কখনো কখনো এমন গড়িয়েও গিয়েছে

তিন ডিমেরিট পয়েন্ট পেল ইন্দোরের ‘স্পিন–স্বর্গ’

প্রথম ওভার থেকেই বলে বিশাল বাঁক। সঙ্গে ধীরগতি আর নিচু বাউন্স তো ছিলই। ইন্দোরে তাই ঝরেছে উইকেট–বৃষ্টি। পিচ ব্যাটসম্যানদের জন্য এতটাই কঠিন ছিল যে মাত্র ৭৬ রানের লক্ষ্য দিয়েও জয়ের আশা করছিল ভারত। ভারতের সেই আশা পূরণ না হলেও মাত্র দুদিন আর এক সেশনেই শেষ হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়ার ইন্দোর টেস্ট।

প্রথম দিন থেকেই এই উইকেটের সমালোচনাই করে যাচ্ছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। খেলা শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ভিত্তিতে  ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেটকে ‘বাজে’ উইকেটের রেটিং দিয়েছে আইসিসি। নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও।

আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণের প্রক্রিয়ায় ইন্দোরের উইকেট ‘বাজে’ হিসেবে বিবেচনা করা হয়েছে

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণের প্রক্রিয়ায় ইন্দোরের উইকেট ‘বাজে’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ জন্য এই ভেন্যুকে দেওয়া হয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারি ক্রিস ব্রড খেলা শেষে ম্যাচ অফিশিয়াল ও দুই দলের অধিনায়কের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রসঙ্গে ম্যাচ রেফারি বলেছেন, ‘পিচ অনেক শুষ্ক ছিল। ব্যাট ও বলের মধ্যে কোনো ভারসাম্য ছিল না। একদম শুরু থেকে স্পিনারদের সাহায্য করেছে।’ তিন ডিমেরিট পাওয়া ইন্দোরের ভেন্যু এই সিদ্ধান্তের বিপক্ষে ১৪ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করার যোগ্যতা হারাবে।

ইন্দোরে স্পিনারদের স্বর্গেই বোর্ডার–গাভাস্কার ট্রফিতে প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নাথান লায়নের স্পিনে ভারতকে হারিয়েছে ৯ উইকেটে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।