বল হাতে জয়ের অন্যতম নায়ক তাসকিন আহমেদের সঙ্গে সাকিব আল হাসান
বল হাতে জয়ের অন্যতম নায়ক তাসকিন আহমেদের সঙ্গে সাকিব আল হাসান

সাকিব খুশি সবাই খেলাটা উপভোগ করছে বলে

বাংলাদেশ দলকে একটু অন্যরকমই লাগছে ইদানীং। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করার পর আজ আয়ারল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত বাংলাদেশ। আগে ব্যাটিং করে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ম্যাচে দুই শ রান পেরিয়ে যাওয়ার পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বোলারদের তোপে ২২ রানে জয়। অথচ, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেও টি-টোয়েন্টি ক্রিকেটটা ছিল বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা। কিন্তু ইংল্যান্ড সিরিজ থেকেই মনে হয়েছে দলটা যেন অনেক বেশি উজ্জীবিত, চনমনে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে জয়ের পর অধিনায়ক সাকিব আল হাসানও জানালেন, ক্রিকেটটা কেমন উপভোগ করছে তাঁর দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু আগে শেষ হওয়া ম্যাচ নিয়ে সাকিব বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্স জরুরি। আমরা কেউই জানতাম না উইকেট কেমন আচরণ করবে। তবে ওরা শুরু থেকেই ইতিবাচক ছিল।’

দলটা ক্রিকেট উপভোগ করছে

তা তো অবশ্যই ছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ৭.১ ওভারেই গড়ে ফেলেছেন ৯১ রানের জুটি।

বৃষ্টির কারণে ম্যাচটা বদলে গিয়েছিল, ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ঝোড়ো শুরুও করেছিল। সেখান থেকে দারুণভাবে ফিরে এসেছে বাংলাদেশ, যাতে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিয়েছেন বোলাররা। সাকিবও সেটাই বলে প্রশংসা করেছেন বোলারদের, ‘আমাদের ছেলেরা একটুও ঘাবড়ে যায়নি। পরিস্থিতির চাপে এলোমেলো হয়ে যায়নি। ওরা খেলাটা উপভোগ করেছে। বিশেষ করে বোলাররা যেভাবে বোলিং করেছে, সেটি দুর্দান্ত।’