বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দল এখন বেকায়দায়। শান মাসুদদের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও কামরান আকমলরা। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির অবশ্য ক্রিকেটারদেরই পাশে থাকার কথা। বোর্ডপ্রধান হিসেবে পরোক্ষে দলের ব্যর্থতার ভাগ তো ওঠে তাঁর কাঁধেও!
নাকভি মাসুদ–বাবর–শাহিনদের পাশেই আছেন। তবে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর পিসিবি প্রধান যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে পাকিস্তানের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের কৃতিত্বই বেশি ফুটে ওঠে। অবশ্য রাওয়ালপিন্ডিতেই হতে চলা পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান দল, এমন আশাও প্রকাশ করেন নাকভি।
গতকাল শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। অথচ এই ম্যাচেই পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছিল ৬ উইকেটে ৪৪৮ রান নিয়ে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি নিয়ে আলোচনা না হলেও পাকিস্তানের হারের বিশ্লেষণে এটিও উঠে আসছে। এ ছাড়া একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলানো, পিচের আচরণ বুঝতে না পারা নিয়েও কথা বলেছেন অনেকে।
পিসিবি চেয়ারম্যান ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। প্রথমেই বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল চমৎকার খেলেছে। ম্যাচের পুরোটা সময় অটল থেকেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বলে এটি একটি ঐতিহাসিক জয়। তাদেরকে আন্তরিক অভিনন্দন।’
সিরিজের পরের টেস্ট করাচিতে হওয়ার কথা থাকলেও সেখানে সংস্কারকাজ চলায় শেষ মুহূর্তে রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়েছে। ৩০ আগস্ট শুরু ম্যাচে পাকিস্তান দল ভালো করবে বলে আশাবাদী নাকভি, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান দলের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে পারেনি। ইনশা আল্লাহ, পাকিস্তান দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।’