রবিচন্দ্রন অশ্বিন একটা বিষয় কিছুতেই বুঝতে পারছেন না। গত রাতে তাঁর দল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় হঠাৎ করেই আম্পায়ার বল বদলে দেন—এটা কেন করলেন আম্পায়ার, সেটিই বুঝতে অক্ষম ভারতীয় অফ স্পিনার। একই সঙ্গে জানিয়েছেন এবারের আইপিএলে আম্পায়ারদের কিছু কিছু সিদ্ধান্ত তাঁকে বেশ বিভ্রান্ত করছে।
চেন্নাই–রাজস্থান ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত হতবাক করেছে অশ্বিনকে। কোনো রাখঢাক না রেখেই অশ্বিন বলেছেন, ‘আম্পায়াররা যখন বলটা বদলে দিলেন, আমি খুবই অবাক হয়েছি। নিজেদের সিদ্ধান্তেই তাঁরা কাজটা করেছেন। এ ধরনের ঘটনা আগে কখনোই দেখিনি, আমি বেশ অবাক হয়েছি।
শুধু এই সিদ্ধান্ত নয়, এবারের আইপিএলে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত অশ্বিনকে বিভ্রান্ত করছে, ‘এবারের আইপিএলে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত আমাকে বেশ বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি ভালো ও মন্দ দুই অর্থেই বলছি। এখানে একটা ভারসাম্য দরকার। আম্পায়ার যখন কাল বল পরিবর্তন করলেন, তখন বোলিং দল হিসেবে আমাদের সঙ্গে কোনো কথাই তিনি বলেননি। কিন্তু তারপরও আম্পায়াররা বল বদল করেছেন নিজেদের সিদ্ধান্তে। আমি কারণ জিজ্ঞেস করতেই আম্পায়ার বললেন, তাঁরা এমনভাবে পরিবর্তন করতে পারেন।’
অশ্বিন অবশ্য আশা করেন, এ ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আম্পায়াররা এখনন থেকে অনেক বেশি ধারাবাহিক হবেন, ‘এখন আমি আশা করি, প্রতিবারই মাঠে শিশির থাকলে আম্পায়াররা বল বদল করবেন। আইপিএলে এই সিদ্ধান্ত যেন একই রকমভাবে নেওয়া হয়। যে কেউ যা খুশি করতে পারে, কিন্তু তার তো একটা নির্দিষ্ট মানদণ্ড থাকতে হবে।’
রাজস্থানের ১৭৬ রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের স্কোর তখন ৩ উইকেটে ৯২। ১২ ওভারের খেলা হয়ে গেছে, এমন সময় আম্পায়ার বল পরিবর্তন করেন। অশ্বিনের বলে এলবিডব্লু হয়েছেন শিভম দুবে। মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা লড়লেও ম্যাচটা রাজস্থান জিতেছে ৩ রানে