জন্মদিনে ব্যাট করতে নেমেছিলেন ট্রাভিস হেড। আগের দুই ম্যাচেই সেঞ্চুরি করা এই বাঁহাতি সিরিজের সর্বোচ্চ রান–সংগ্রাহকও। কিন্তু সিরিজের সেরা ব্যাটসম্যান জন্মদিনে টিকলেন মাত্র দুই বল। যশপ্রীত বুমরার বলে সহজ ক্যাচ দিলেন ফরোয়ার্ড স্কয়ার লেগে।
হেডকে ফেরানো এই উইকেটেই টেস্ট ক্রিকেটে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরা। স্রেফ স্পর্শই করেননি, গড়ের দিক থেকে রেকর্ডও গড়েছেন। ভারতীয় পেসার ৪৪ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন মাত্র ১৯.৫৬ রান গড়ে। টেস্ট ইতিহাসে এর আগে কোনো বোলারই এত কম গড়ে দুই শ উইকেট নিতে পারেননি।
মেলবোর্নে বুমরার রেকর্ড গড়া সেশনটি অবশ্য শুধু তাঁর একারই নয়, ভারতেরও। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ভারতের বোলাররা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট তুলে নিয়েছেন। তিনটিই নিয়েছেন বুমরা। চা বিরতির সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫। লিড ২৪০ রানের।
কম রানে ২০০তম উইকেট নেওয়ার রেকর্ডে বুমরা পেছনে ফেলেছেন পেস কিংবদন্তি ম্যালকম মার্শালকে। ক্যারিবীয় এ পেসার দুই শ উইকেট নিয়েছিলেন ২০.৯ গড়ে। বুমরা ভারতীয় বোলারদের মধ্যে দুই শ উইকেট নেওয়া ১২তম বোলার, তবে কম ম্যাচের দিক থেকে দ্বিতীয় (রবিচন্দ্রন অশ্বিন প্রথম, ৩৭ টেস্ট)।
বুমরা অবশ্য হেডের উইকেটে মাইলফলক স্পর্শ করেই থামেননি, পরের ১০ বলের মধ্যে ফিরিয়েছেন মিচেল মার্শ (০) ও অ্যালেক্স ক্যারিকেও (১)। বুমরার এই তোপের আগে স্টিভেন স্মিথকে তুলে নেন মোহাম্মদ সিরাজ।
দুই পেসারের ঝড়ে ২ উইকেটে ৮০ থেকে ৬ উইকেটে ৯১ রানে পরিণত হয় অস্ট্রেলিয়ার স্কোর।
স্বাগতিকদের বিপদ আরও বাড়ত, যদি যশস্বী জয়সোয়াল মারনাস লাবুশেন ও প্যাট কামিন্সের ক্যাচ মিস না করতেন।
এর আগে ভারতকে ৩৬৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে ১০৫ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।