পাকিস্তান ক্রিকেটে এটা ‘ওপেন সিক্রেট’। পাকিস্তানের এই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ানই অধিনায়ক হিসেবে সেরা। এমনকি বাবর আজম অধিনায়ক থাকতেও পেসার শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক হিসেবে এক নম্বরে রেখেছিলেন রিজওয়ানকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিজওয়ান তাঁর দলকে ফাইনালে তুলেছেন টানা ৪ বছর। চ্যাম্পিয়ন হতে পেরেছেন মাত্র ১ বার। কিন্তু ধারাবাহিকভাবে দলকে ফাইনালে তোলার কৃতিত্বটা রিজওয়ানের পাওনাই।
সেই রিজওয়ান পাকিস্তানের অধিনায়ক হয়েছেন নানা কাঠখড় পুড়িয়ে। এমনকি তাঁর আগে অধিনায়ক হিসেবে আফ্রিদিকেও বেছে নেওয়া হয়েছে। কারণ কী, সেটা বুঝতে পাকিস্তান ক্রিকেটকে বুঝতে হবে। সেটা অবশ্য সবার পক্ষে বোঝাও সম্ভব নয়!
অস্ট্রেলিয়া সিরিজের আগে অধিনায়ক হওয়া রিজওয়ানের সামনে এখন ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ। প্রথম ম্যাচে লড়াই করে হারার পার দ্বিতীয় ম্যাচে তাঁর দল অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে, জিতেছে ৯ উইকেটে। পার্থে আগামীকাল জিতলেই ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে পাকিস্তান। আর সেই ম্যাচে রিজওয়ানের পাকিস্তান নামবে ফেবারিট হিসেবেই।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো দলকে ফেবারটি বলাটা বেশ ঝুঁকির। তবে এই ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত পাকিস্তানের পারফরম্যান্স দেখলে সেই ঝুঁকিটা নেওয়াই যায়।
সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্নে মাত্র ২০৩ রানে অলআউট হওয়ার পরও একপর্যায়ে ফেবারিট ছিল পাকিস্তানই। ১৮৫ রানেই অস্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নিয়েছিল বোলাররা। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের ৩২ রানের ইনিংসে শেষ পর্যন্ত জয় পায়নি পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচে অবশ্য পাকিস্তানের জয়ের পথে বাধা হতে পারেননি কেউই। অ্যাডিলেডে হারিস রউফ, হাসনাইন আর শাহিন আফ্রিদি রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ১৬৩ রানেই অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন, যা পাকিস্তানের বিপক্ষে দেশটির সর্বনিম্ন।
অস্ট্রেলিয়ার ইনিংসে মূল ধসটা নামান হারিস রউফ, ২৯ রানে নেন ৫ উইকেট, শাহিন আফ্রিদির শিকার ২৬ রানে ৩টি। উইকেটের পেছনে ৬ ক্যাচ নিয়ে এক ম্যাচে উইকেটকিপারদের সর্বোচ্চ ক্যাচের রেকর্ডে ভাগ বসান অধিনায়ক রিজওয়ান।
নিজের কাজটা শুধু উইকেটকিপার হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও করছেন তিনি। তাঁর আক্রমণাত্মক অধিনায়কত্ব চোখে পড়েছে সবার। সবচেয়ে বড় বিষয়, রিজওয়ানের নেতৃত্বে পুরো দলকে এককাট্টা মনে হয়েছে। পাকিস্তান ক্রিকেটে যে ঘাটতিটা দেখা গেছে অনেক সময়ই।
কাল পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ খেলবে পার্থে। অনুমিতভাবেই পার্থের উইকেট অস্ট্রেলিয়ার অন্য মাঠগুলোর চেয়ে বেশি পেসবান্ধব। আর পাকিস্তানের পেসাররাও আছেন দুর্দান্ত ছন্দে।
আফ্রিদি, রউফরা যেন অস্ট্রেলিয়ার মাটিতেই নিজেদের পুরোনো ছন্দ খুঁজে পেয়েছেন। আর এমন এক ম্যাচে অস্ট্রেলিয়া আবার অনেকটা আনকোরা একটা দলকে মাঠে নামাবে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও মারনাস লাবুশেনদের। কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার–ব্যাটসম্যান জশ ইংলিস। শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া।
এখন দেখা যাক, তরুণ অস্ট্রেলিয়া দল নাকি রিজওয়ানের অধীনে জ্বলে ওঠা পাকিস্তান, কারা জেতে সিরিজ!