হাথুরুর চোখে বাংলাদেশের ১৫

লিটনের কাছে বড় আশা, নাজমুলের ওপর বড় দায়িত্ব

বিশ্বকাপ খেলার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল–সাকিবদের বিশ্বকাপ অভিযান। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে দুই দফায় ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এ নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের বিবর্তনটা কাছ থেকেই দেখেছেন শ্রীলঙ্কান এই কোচ। কেমন হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল?

বিসিবি প্রকাশিত এক ভিডিওতে এবারের বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের ১৫ খেলোয়াড়ের শক্তির জায়গাগুলো নিয়ে কথা বলেছেন কোচ, বলেছেন খেলোয়াড়দের কাছে তাঁর প্রত্যাশার কথাও। প্রথম পর্বে থাকছে ৫ ব্যাটসম্যানকে নিয়ে বিশ্লেষণ:

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন

নাজমুল হোসেন

শান্ত আমাদের অধিনায়ক। সে কাজের মাধ্যমে নেতৃত্ব দেয়, সামনে থেকে নেতৃত্ব দেয়। ড্রেসিংরুমে সবার সঙ্গে মেশে। মাঠে সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের বিশ্বকাপে ওর ওপর বড় দায়িত্ব। প্রথমবার বিশ্বকাপে অধিনায়কত্বের চ্যালেঞ্জ সামলাতে হবে।

বিশ্বকাপ–যাত্রা নিয়ে উচ্ছ্বসিত লিটন দাস

লিটন দাস

সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে ওর কাছে বড় কিছু আশা করছি। খুবই প্রতিভাবান এবং প্রকৃতিপ্রদত্ত অ্যাথলেট। লিটন কিপিং পারে, ফিল্ডিং করতে পারে। দলের অন্যতম সেরা ফিল্ডার। যেকোনো পজিশনে বা আউটফিল্ডে ভালো ফিল্ডিং করে। তাঁর খেলা বিশ্বমানের। লিটন মাঠের বাইরে চুপচাপ থাকে। তবে খেলাটা সে ভালো বোঝে। অন্যদের সহায়তা করে, ট্যাকটিক্যালিও।

তাওহিদ হৃদয়কে নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে

তাওহিদ হৃদয়

রোমাঞ্চকর এক তরুণ খেলোয়াড়। সাধারণ স্টেরিওটাইপ ক্রিকেটের চেয়ে তার ধরনটা আলাদা। সে খুব প্রতিভাবান, উদ্ভাবনীতে খুব পটু। হৃদয়ের সবকিছুই খুব গতিময়। ওর অনুভূতি, হাঁটাচলা, কথা বলা; সবকিছুই গতিময়। আমার মনে হয়, খুব প্রতিভাবান একজন টি-টোয়েন্টি খেলোয়াড়।

তানজিদ হাসান তামিমকে নিয়ে রোমাঞ্চিত হাথুরু

তানজিদ হাসান

তামিমকে নিয়ে খুব রোমাঞ্চিত। আমার মনে হয়, একজন ব্যাটসম্যান হিসেবে তার সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে আছে। তার খেলার জন্য অনেক সময় আছে। যখন সে ব্যাটিং করে, এটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়, মনে হয় অন্যদের চেয়ে তার হাতে সময় অনেক বেশি। তরুণ এবং রোমাঞ্চকর ব্যাটসম্যান। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত।

জাকের আলীকে বৈচিত্রময় ক্রিকেটার বলছেন হাথুরু

জাকের আলী

জাকের দলে নতুন মুখ। আমি ওকে যদ্দুর দেখেছি, তা থেকে বলতে পারি, ওর মধ্যে শান্ত একটা ভাব আছে। ওর ব্যাটিং ধৈর্যশীল। সত্যিকার অর্থেই ও যখন চাপের মুখে থাকে, নিজের ওপর বিশ্বাস রাখে। বৈচিত্র্যময় প্রতিভা—কিপিং করতে পারে, ফিল্ডিং করতে পারে আর অনুশীলনে কঠোর পরিশ্রম করে। আমি মনে করি, এই বিশ্বকাপের বিস্ময় হতে পারে সে।