সংস্কারকাজ চলছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে
সংস্কারকাজ চলছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে

করাচিতে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টেস্ট

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে কোনো দর্শক থাকবেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ জানিয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ওই ম্যাচ।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে উন্নয়নকাজ চলছে। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেই শুরু হয়েছে স্টেডিয়ামের সংস্কারকাজ। পিসিবি জানিয়েছে, এ কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

সর্বশেষ ২০২০ সালে পাকিস্তানে টেস্ট খেলেছে বাংলাদেশ

পিসিবি বলছে, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ‘কঠিন সিদ্ধান্ত’ একান্ত বাধ্য হয়েই নিয়েছে তারা। বাংলাদেশ-পাকিস্তান করাচি টেস্টের টিকিট বিক্রি না করার ঘোষণা দিতে গিয়ে পিসিবি জানায়, ‘ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পরেই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি।’

ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশও করেছে পিসিবি, ‘দর্শকদের বঞ্চিত করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তবে আমরা আমাদের ভক্তদের এই বলে আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ শেষ হলে তারা আরও ভালোভাবে খেলা দেখতে পারবেন।’

শুধু করাচিই নয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও সংস্কারকাজ শুরু করেছে পিসিবি।